২৭ জুলাই ২০২৪, শনিবার

তাহির-হেনড্রিকসের পর বিপিএলে আরও দুই প্রোটিয়া ক্রিকেটার

- Advertisement -

সাউথ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ (এসএ২০) শেষ। বিপিএলে তাই বাড়ছে প্রোটিয়া খেলোয়াড়ের আনাগোনা। গতকাল (শনিবার) রংপুর রাইডার্সের হয়ে দেশের সবচেয়ে বড় ঘরোয়া এ টুর্নামেন্টে খেলেছেন ইমরান তাহির ও রিজা হেনড্রিকস। এবার প্রোটিয়া অলরাউন্ডার কেশব মহারাজ ও ওয়েইন পারনেল খেলবেন বিপিএল।

মহারাজকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। একই দলের হয়ে খেলতে আগামী ১৭ ফেব্রুয়ারী বাংলাদেশে আসবেন ডেভিড মিলার। যাকে কিলার মিলার বলেও ডাকা হয়। এছাড়াও খুলনা টাইগার্সের হয়ে খেলবেন পারনেল। প্রোটিয়া এসব তারকাকে দলে ভিড়ানোর বিষয় নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

বিপিএলে গতকাল প্রথম ম্যাচ খেলতে নেমেই আলো ছড়িয়েছেন হেনড্রিকস। ৪১ বলে করেছেন ৫৮ রান। হেনড্রিকসের স্বদেশি তাহির বল হাতে নিয়েছেন এক উইকেট। এছাড়াও একই দিনে রংপুরের হয়ে খেলেছেন জিমি নিশাম। চট্টগ্রামের চ্যালেঞ্জার্সের বিপক্ষে রাইডার্সদের ৫৩ রানের জয়ে ম্যাচে ব্যাট-বল দুই বিভাগেই নজরকাড়া পারফর্ম্যান্স করেছেন কিউই অলরাউন্ডার। শুধু তাই নয়, জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও।

শোনা যাচ্ছে রংপুরের হয়ে খেলতে পারেন প্রোটিয়া অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস। এসএ টি-টোয়েন্টি শেষ হওয়ার দলগুলোতে আরও বেশি সাউথ আফ্রিকান ক্রিকেটার যোগ দিলে অবাক হওয়ার কিছু থাকবে না।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img