১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

তিনবার আইপিএলে খেলার সুযোগ মিস হলো, একটু তো খারাপ লাগেই: তাসকিন

- Advertisement -

আইপিএলে খেলার জন্য মুখিয়ে থাকেন বিভিন্ন দেশের ক্রিকেটাররা। তাসকিন আহমেদকে দূর্ভাগা বলতেই হয়। তিনবার সুযোগ পেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনাপত্তিপত্র না দেওয়ায় খেলার সৌভাগ্য হয়নি টাইগার পেসারের। এ নিয়ে কষ্ট আছে তাসকিনের মনে।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমকে তিনি বলেন, “আসলে এ নিয়ে তিনবার সুযোগ এলো (আইপিএলে), এবারও মিস হলো। একটু খারাপ লাগে কারণ খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছে সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার। শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকেই অফার আসে”

বোর্ড আসলে খেলোয়াড়দের ছাড়তে চায় না স্বাস্থ্যের ইস্যু আছে বলেই। যা ভালো করে জানেন তাসকিন নিজেও। তারপরও বোর্ডের সাথে কথা বলেছেন টাইগার পেসার। জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুপ্ত ইচ্ছার কথা।

এ বিষয়ে তাসকিন বলেন, “বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না বিভিন্ন কারণে। খেলাও থাকে, স্বাস্থ্যের ইস্যু আছে। এবারও বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিবেচনা করবে। কিন্তু অবশ্যই ভালো লাগে না এরকম ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে। সবারই খেলার ইচ্ছে, আমারও। একই রকম আশা নিয়ে আছি যে ভবিষ্যতে আবার হবে”

ইনজুরির কারণে বেশ কিছুদিন ধরেই মাঠের বাইরে আছেন তাসকিন। চোটের কারণে হোম এন্ড অ্যাওয়ে সিরিজ মিস করেছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরবেন তাসকিন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img