এশিয়া কাপে ‘বি’ গ্রুপের ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেছিলো শ্রীলঙ্কা। তবে দাসুন শানাকার দলের তিন উইকেট তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ২১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১১ রান। কুশল মেন্ডিস অপরাজিত আছেন ৩১ বলে ২৩ রান করে, চারিথ আসালাঙ্কা ১২ বলে ১২ রানে ব্যাট করছেন।
ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুনারত্নে। আফগানিস্তানের তিন বোলার মুজিব উর রহমান, ফজল হক ফারুকি ও গুলবাদিন নাইব কাউকেই ছাড় দেননি তারা। পাওয়ারপ্লের ১০ ওভারের মধ্যে স্কোরবোর্ডে ৬২ রান তোলেন দুজন।
এরপরই ঘটে ছন্দপতন। করুনারত্নে একাদশ ওভারের দ্বিতীয় বলে ৩৫ বলে ৬ বাউন্ডারিতে ৩২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। দ্রুত ফিরে যান আরেক ওপেনার নিশাঙ্কাও। তার আগে ৪০ বলে ৬ বাউন্ডারিতে ৪১ রান করেন তিনি। ইনিংস বড় করতে পারেননি সাদিরা সামারাভিক্রমাও।
আফগানিস্তানের হয়ে ওভারে রান দিয়ে তিন উইকেট শিকার করেছেন গুলবাদিন নাইব।