১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

তিন উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

- Advertisement -

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল করতে পারেনি বাংলাদেশ। প্রথম তিন ওভারের মধ্যেই প্যাভিলিয়নে ফিরেছে দুই ওপেনার। এরপর দারুণ খেলতে থাকা তাওহীদ হৃদয়ও আউট হয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৫ রান। নাজমুল হোসেন শান্ত অপরাজিত আছেন ৫ রানে, মুশফিকুর রহিম ০ রানে ব্যাটিং করছেন।

টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শান্ত। কিন্তু অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে পারেনি তানজিদ তামিম ও জাকির হাসান। অভিষেক ম্যাচে ৫ বলে মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন জাকির। অ্যাডাম মিলনের বলে লাইন মিস করে হয়েছেন বোল্ড।

আরেক ওপেনার প্রথম ওভারে ট্রেন্ট বোল্টকে বাউন্ডারি মেরে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। তবে বাঁহাতি এ তরুণ ওপেনার এদিনও করেছেন হতাশ। ৫ বলে ১ বাউন্ডারিতে ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর উইকেটে এসে দারুণ শট খেলে প্রতিআক্রমণের চেষ্টা করেছিলেন তাওহীদ হৃদয়। তবে ১৭ বলে ৩ বাউন্ডারিতে ১৮ রান করে ফেরেন তিনি।

নিউজিল্যান্ডের হয়ে দুটি উইকেট নিয়েছেন অ্যাডাম মিলনে। একটি উইকেট শিকার করেছেন ট্রেন্ট বোল্ট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img