২৭ জুলাই ২০২৪, শনিবার

তিন দিনেই শেষ হবে চেন্নাই টেস্ট!

- Advertisement -

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে ভারত। প্রথম টেস্ট গড়িয়েছিল পাঁচ দিনে, তবএ হেরেছিল ভারত। দ্বিতীয় টেস্টের প্রথম সেশনেই ভারত হারিয়েছে তিন উইকেট। যার দুটোই নিয়েছেন স্পিনাররা। উইকেট থেকে বেশ সহায়তা পাচ্ছেন মঈন আলী, লিচরা। হরভজন সং তাই ভাবছেন, চেন্নাই টেস্ট হয়তো শেষ হবে তিন, সাড়ে তিন দিনে।

টুইটারে হরভজন লিখিয়েছেন এমনটাই। মজা করেই বলেছেন, মনে হচ্ছে ম্যাচের অষ্টম দিন চলছে। উইকেটের কন্ডিশন দেখে ইয়ার্কি না করে পারেননি এই স্পিনার।

ম্যাচের পয়লা সেশন চলছে, অথচ বল যেভাবে স্পিন করছে তাতে মনে হচ্ছে, ম্যাচের আজ অষ্টম দিন। আমার মনে হয় এই টেস্ট তিন, সাড়ে তিন দিনেই শেষ হবে।

পিচের কন্ডিশন বুঝতে পেরেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেও। তবে ম্যাচে কদিনে শেষ হবে সেই হিসেব না কষে হার্শা ধন্যবাদ জানিয়েছেন রোহিত শর্মাকে। প্রথম থেকে রোহিত খেলেছেন আক্রমণাত্মক ক্রিকেট।

প্রথম দিকে আধিপত্য দেখিয়েছে ভারত। এই উইকেটে ব্যাট করা কিছুটা কঠিন, তাই রোহিত শর্মা বাহবা পাবেই। মনে হচ্ছে ৩০০-৩২৫ ভালো সংগ্রহ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img