বিশ্বকাপ থেকে ইংল্যান্ড-নেদারল্যান্ডসের সেমিফাইনালে খেলার সুযোগ নেই। দুই দলেরই লক্ষ্য এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়া। টুর্নামেন্টের শেষ পর্যন্ত পয়েন্ট তালিকার আটে থাকার জন্য এই ম্যাচে জয়টা খুব গুরুত্বপূর্ণ। এমনই এক ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।
টুর্নামেন্টে সাউথ আফ্রিকা ও বাংলাদেশের মতো প্রতিপক্ষকে হারিয়ে আসা নেদারল্যান্ডসের টার্গেট এবার ইংল্যান্ড। তবে থ্রি লায়ন্সরা যে ছেড়ে কথা বলবে না, সেটা ভালোই জানা আছে ডাচদের। স্কট এডওয়ার্ডসের দলের বিপক্ষে আগের ম্যাচের একাদশ থেকে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে ইংল্যান্ড। লিয়াম লিভিংস্টো ও মার্ক উডের বদলে ফিরেছেন হ্যারি ব্রুক ও গাস অ্যাটকিনসন। পরিবর্তন এসেছে ডাচ শিবিরেও। সাকিব জুলফিকারের বদলে ফিরেছেন তেজা নিদামানারু।
ইংল্যান্ড একাদশ:
দাওয়িদ মালান, জনি বেয়ারস্টো, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, ডেভিড উইলি ও গাস অ্যাটকিনসন।