১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

তিন ফিফটিতে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৮৮ রান

- Advertisement -

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ২৮০ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। কিউইদের হয়ে পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছেন উইল ইয়ং, টম ল্যাথাম ও গ্লেন ফিলিপস। জয়ের জন্য হাশমতউল্লাহ শহিদির দলের প্রয়োজন ২৮৯ রান।

টসে জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। ওপেনিংয়ে নেমে ইনিংসের শুরটা ভালো করেন ইয়ং ও ডেভন কনওয়ে। তবে কনওয়ে ফিরেছেন ইনিংস বড় করতে না পারার হতাশা নিয়ে। মুজিব উর রহমানের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে ১৮ বলে ৩ বাউন্ডারিতে ২০ রান করেছেন। আরেক ওপেনার ইয়ং ঠিকই তুলে নিয়েছেন ফিফটি। ৬৪ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

দলীয় ১০৯-১১০ রানের মধ্যে কিউইদের তিন উইকেট তুলে নিয়ে দ্রুত অলআউট করার আভাস দিয়েছিলেন আফগান বোলাররা। কিন্তু, অধিনায়ক ল্যাথাম ও ফিলিপস মিলে সেই আশায় জল ঢেলে দেন। শুরুতে দেখেশুনে খেললেও ফিফটি পূর্ণ করার পর আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন ফিলিপস। ৮০ বলে ৪ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৭১ রানের ইনিংস খেলেন ডানহাতি ব্যাটার। তাকে যোগ্য সঙ্গ দেন ল্যাথাম। ৬৭ বলে ফিফটি পূর্ণ করেন কিউই অধিনায়ক। ৪৮ তম ওভারে প্যাভিলিয়নে ফেরার আগে ৭৪ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬৮ রানের ইনিংস খেলেন তিনি।

এদিন বেশ কয়েকটি সহজ ক্যাচ ছেড়েছে আফগান ফিল্ডাররা। শেষের দিকে এসে ১২ বলে ২৫ রানের ক্যঅমিও খেলেন মার্ক চ্যাপম্যান।

আফগানিস্তানের হয়ে দুটি করে উইকেট শিকার করেন আজমতউল্লাহ ওমরজাই ও নাভিন উল হক। একটি করে উইকেট নিয়েছেন রশিদ খান ও মুজিবুর রহমান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img