১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

তিন মাস পর নতুন স্পন্সর পাচ্ছে জাতীয় দল!

- Advertisement -

গেল বছর ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার পর নিউজিল্যান্ড সিরিজে স্পন্সর ছাড়াই খেলতে হয়েছে বাংলাদেশ জাতীয় দলকে। প্রায় তিন মাস পর আবারো নতুন স্পন্সরের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করতে যাচ্ছে বিসিবি। অবশেষে সাকিব-জ্যোতিদের জার্সিতে দেখা যাবে নতুন স্পন্সরের লোগো। সোমবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

এদিন মিরপুরের সংবাদ সম্মেলন কক্ষে জাতীয় দলের ড্রিংকিং ওয়াটার পার্টনার হিসেবে ‘পুষ্টি ড্রিংকিং ওয়াটার’-এর নাম ঘোষণা করা হয়। পাশাপাশি জানানো হয়েছে, মার্চে ঘরের মাটিতে শ্রীলঙ্কা সিরিজের আগেই মূল স্পন্সরের সাথে চুক্তি সেরে ফেলবে বিসিবি। যদিও এখনও স্পন্সরের নাম জানানো হয়নি।

“জাতীয় দলের স্পন্সর প্রায় চূড়ান্ত। এক থেকে দুই সপ্তাহের মধ্যে আরেকটি সংবাদ সম্মেলন করে আমরা আপনাদের বিস্তারিত জানাব। শ্রীলঙ্কা সিরিজের আগেই স্পন্সর পাচ্ছি আমরা”- গণমাধ্যমে টিটু

আগামী ১ মার্চ বিপিএলের ফাইনালের দিন দুই টেস্ট, তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে লঙ্কানরা। টাইগাররা খেলবে সিলেট ও চট্টগ্রামে। অপরদিকে, মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলবে টাইগ্রেসরা।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img