৪ ডিসেম্বর ২০২৪, বুধবার

তুরস্ক নয়, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হবে পর্তুগালে

- Advertisement -

বদলে গেছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু। ২৯ মে পূর্ব নির্ধারিত ভেন্যু ইস্তানবুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামের বদলে ম্যানচেস্টার সিটি আর চেলসি খেলবে পর্তুগালে, এফসি পোর্তোর হোম ভেন্যুতে।

যেহেতু ইংল্যান্ডের দুই দলের ফাইনাল এবং করোনা প্যান্ডেমিকের বিবেচনায় পর্তুগাল ইংল্যান্ডের “গ্রিন লিস্টে” আছে, সেজন্যই তুরস্কের বদলে ভেন্যু হিসেবে পর্তুগালকে বেছে নেয়া হয়েছে। ইংলিশদের “রেড লিস্টে’ থাকায় তুরস্ক থেকে ফিরলে সমর্থকের কোয়ারেনটিন করতে হতো বলে জানিয়েছে বিবিসি, পর্তুগাল সবুজ তালিকায় থাকায় সেই ঝক্কি নেই। সেজন্যই ফাইনালের ভেন্যুতে বদল, তুরস্কের বদলে পর্তুগাল। বিবিসির ওই খবরে বলা হয়েছে, চেলসি এবং ম্যানচেস্টার সিটি; দুই দলেরই ৬০০০ করে সমর্থক মাঠে খেলা দেখার সুযোগ পাবেন। তবে পোর্তোর “এস্তাদিও দে দ্রাগাও” স্টেডিয়ামে মোট কতজন দর্শক খেলা দেখতে পারবেন, তা এখনও নিশ্চিত করা হয়নি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img