মাথার ওপর সাদা সাদা তুষারকণা, গায়ে শীতের ভারী পোশাক, বাহুডোরে আবদ্ধ প্রিয়তমা স্ত্রী উম্মে আহমেদ শিশির। ছবির ওপরে ক্যাপশন “আমার শান্তি তো এখানেই” এরপর ভালোবাসার ইমোজি।
এভাববেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অ্যাকাউন্টে ছবি দিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। হ্যামস্ট্রিং ইনজুরিতে বিশ্বকাপের মাঝামাঝিতে ছিটকে পড়েছেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের একদিন পরই যুক্তরাষ্ট্রে ফিরে গিয়েছিলেন স্ত্রী সন্তানদের কাছে। এই মুহুর্তে সেখানে চলছে তাঁর পুনর্বাসন পর্ব। ঠিক সময়ে ফিট হতে পারলে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ফিরতেও পারেন বিশ্বসেরা অলরাউন্ডার।
যুক্তরাষ্ট্রে এখন হাড়ঁকাপানো শীত, এর মাঝে সহধর্মিণীর সাথে এই উষ্ণ প্রেমময় ছবি দিয়ে সাকিব জানান দিলেন, পুনর্বাসনের সাথে সাথে অবকাশযাপনটাও হয়তো ভালোই যাচ্ছে সাকিবের।