নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। শুধু ফেরেননি, কিউইদের বিপক্ষে টাইগারদের নেতৃত্ব দেবেন তিনি।
রবিবার তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করেছে বাংলার ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে ফিরেছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। প্রথম দুই ওয়ানডের দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। বিশ্রাম দেওয়া হয়েছে লিটন কুমার দাশ, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও তামিম ইকবাল।
প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর, দ্বিতীয়টিতে লকি ফার্গুসনের দলের কাছে হেরেছে হৃদয়-মাহমুদউল্লাহরা। তাই সিরিজে সমতা ফিরিয়ে আনতে হলে টাইগারদের তৃতীয় ওয়ানডেতে জয়ের কোন বিকল্প নেই।
আগামী ২৬ সেপ্টেম্বর মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে ম্যাচটি।
তৃতীয় ওয়ানডের দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও রিশাদ হোসেন।