১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার

তৃতীয় টেস্টের দল থেকে ছিটকে গেলেন উড

- Advertisement -

তৃতীয় টেস্টের দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার মার্ক উড। পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে সিরিজে সমতা ফিরানোর জন্য মাঠে নামবে জো রুটের দল, নামার পূর্বেই পেল আরেকটি দুঃসংবাদ। স্টুয়ার্ট ব্রডের পর ইনজুরির কারণে ছিটকে গেলেন উডও।

চতুর্থ দিনে কাঁধে চোট পান উড

লর্ডসে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে বাউন্ডারি বাঁচাতে গিয়ে কাঁধে চোট পান উড। যদিও লর্ডস টেস্টেরই পঞ্চম দিনে প্রায় ১৫০ গতিতে বল করেছেন ইংলিশ এই পেসার, তারপরেও ইংল্যান্ডকে পারেননি হার থেকে বাঁচাতে। উড বাদ পরতে পারেন সেই আশঙ্কা ছিল প্রথম থেকেই, কিন্তু তবুও তাকে রাখা হয়েছিল স্কোয়াডে। কিন্তু শেষঅব্দি বুধবার থেকে শুরু হতে যাওয়া হেডিংলি টেস্টের দল থেকে বাদ পরতে হল উডকে।

লিডসে স্কোয়াডের সাথে থাকবেন উড

সোমবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্ক উড ভারতের বিপক্ষে তৃতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন, তবে লিডসে স্কোয়াডের সাথে থাকবেন।

“লর্ডসে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে উড চোট পেয়েছিলেন এবং বুধবার থেকে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে খেলার জন্য উপযুক্ত নন। তবে, তিনি লিডসে স্কোয়াডের সাথে থাকবেন এবং ইংল্যান্ড মেডিকেল টিমের সাথে তার পুনর্বাসন চালিয়ে যাবেন” – উডকে নিয়ে ইসিবি

স্টুয়ার্ট ব্রড, জোফরা আর্চার, অলি স্টোন এবং ক্রিস ওকস চোটের কারণে যখন মাঠের বাইরে রয়েছেন, তখন মানসিক অবসাদজনিত কারণে অলরাউন্ডার বেন স্টোকসও নিজেকে সড়িয়ে নিয়েছেন দল থেকে। এবার তালিকায় যোগ হল ডারহাম পেসার উডের নাম। ইংল্যান্ডের দীর্ঘশ্বাসের তালিকাটা আরও কত দীর্ঘ হয় সেটাই এখন দেখার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img