১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

তেমন কোনো পরিবর্তন আসছে না টি-টোয়েন্টি স্কোয়াডে!

- Advertisement -

শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম খান জানিয়েছেন মঙ্গলবার হতে পারে দল ঘোষণা। গত কয়েকদিনে কিছু নতুন মুখকে মিরপুরে অনুশীলনে দেখা যাওয়ায় ধারণা করা হচ্ছিলো টাইগার স্কোয়াডে আসতে চলেছে বেশ কিছু পরিবর্তন। কিন্তু, আকরাম খান জানালেন পরিবর্তন হতে পারে দুই একজন!

“আমরা হয়তো ১৬ তারিখের দিকে দল দিবো। কিছু খেলোয়াড় ইনজুরিতে আছে, সেখানে নতুন খেলোয়াড় দেখতে পাবেন। দুই-একজন পরিবর্তন হতে পারে”-বলছিলেন আকরাম খান

পুরো দল বদলে ফেললেই ফলাফল আসবে এই ধারণা ভুল বলে মনে করেন আকরাম, “খেলোয়াড়রা যে খারাপ খেলেছে সেটা কাউন্ট করলেই তো হবে না। পুরো দলটা পরিবর্তন করলেই ফল আসবে এই ধারণা ভুল। হ্যা, কিছু খেলোয়াড়ের কাছে প্রত্যাশা ভালো ছিল, কিন্তু ওরা সেরকম করতে পারেনি।”

শনিবার অনুশীলন করেছে বাংলাদেশ দল

ভক্ত সমর্থকদের প্রত্যাশা যাতে মেটাতে পারে ক্রিকেটাররা সেটা নিয়েও কথা হয়েছে সকলের মধ্যে, “আমরা কোচ, নির্বাচক, কিছু খেলোয়াড় এবং ডিরেক্টর সবার সাথেই আলাপ আলোচনা করেছি। আজ অনুশীলন শুরু হলো। আমরা যাতে নিজেদের কাজগুলো করতে পারি, পারফরম্যান্স ভালো করতে পারি, বাংলাদেশের জনগনের প্রত্যাশা মেটাতে পারি সেসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img