রিয়াল মাদ্রিদ বনাম সেভিয়ার ম্যাচ ছাপিয়ে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন সার্জিও রামোস। শৈশবের ক্লাবের হয়ে লস ব্লাঙ্কোসদের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। ১৬ বছর রিয়ালে খেলেই তো নিজেকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে গেছেন রামোস। সেই রিয়ালের বিপক্ষে ম্যাচ, স্প্যানিশ ডিফেন্ডারের তো আলাদা একটা অনুভূতি কাজ করারই কথা।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে অনুভূতির কথা জানিয়েছেন রামোস। তিনি লিখেছেন, “একাগ্রতা ও নিজেদের জাত দেখিয়ে একটি পয়েন্ট অর্জন করেছি। দল এবং সমর্থকেরা নিজেদের সেরাটা দেখিয়েছে। এভাবেই এগিয়ে যেতে হবে” এরপর রিয়ালের সঙ্গে দেখা হওয়ার অনুভূতিটা রামোস জানান এভাবে, “তোমাদের সঙ্গে আবার দেখা হওয়া বিশেষ কিছু রিয়াল মাদ্রিদ”
রামোস যখন মাঠে নামেন তখন আগ্রাসী থাকেন সবসময়। রিয়াল মাদ্রিদে থাকার সময়ে ঠিক যেভাবে লিওনেল মেসিকে থামিয়েছেন। এদিন জুড বেলিংহাম-ভিনিসিয়ুস জুনিয়রদেরও কোনো সুযোগ দেননি তিনি। ম্যাচের একটা পর্যায়ে তো আন্তোনিও রুডিগার, ভিনিসিয়ুস জুনিয়র ও এদুয়ার্দো কামাভিঙ্গার সঙ্গে বিরোধে জড়িয়েছেন। দেখে বোঝার উপায় নেই এই দলটির হয়েই ১৬টি বছর কাটিয়েছেন।
ম্যাচে শুধু ডিফেন্ডিং করেই নজর কাড়েননি রামোস, আক্রমণেও ছিল তার দারুণ ভুমিকা। রিয়াল রক্ষণের বাধার কারণে শুধুমাত্র গোলটি পাওয়া হয়নি স্প্যানিশ এ ডিফেন্ডারের। তবে কার্লো আনচেলত্তির দলের বিপক্ষে ঠিকই ড্র নিয়ে মাঠ ছেড়েছে রামোসের সেভিয়া।