NCC Bank
- Advertisement -NCC Bank
১৯ আগস্ট ২০২২, শুক্রবার

দর্শকদের জন্য খেলতে চান উইলিয়ামসন

- Advertisement -

রোববার আন্তর্জাতিক টি-টোয়েন্টির স্বপ্নের ফাইনালে মাঠে নামবে নিউজিল্যান্ড, প্রতিপক্ষ দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলতে যাওয়া অস্ট্রেলিয়া। যেই জিতুক না কেনো, টি-টোয়েন্টিতে বিশ্বক্রিকেট পাবে নতুন চ্যাম্পিয়ন দল। কিন্তু, কেইন উইলিয়ামসন ভাবছেন না ফাইনাল নিয়ে; ভালো খেলে দর্শকরা যাতে ম্যাচটা উপভোগ করতে পারে সেটাই নিশ্চিত করতে চান তিনি।

“আমরা ভালো খেলতে চাই। আমরা চাই দর্শকরা মাঠে আসুক এবং আমাদের খেলা উপভোগ করুক”- বলছিলেন উইলিয়ামসন

ফাইনাল নিয়ে বাড়তি উত্তেজনা নেই কিউই অধিনায়কের মনে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কেইন উইলিয়ামসন জানালেন খেলতে চান স্বাভাবিক ক্রিকেটটাই, “ফাইনালে অর্জনটা কি হতে পারে তা বলা মুশকিল। তাই, তা নিয়ে ভাবছি না। আমরা শুধুমাত্র নিজেদের খেলাটাতেই মনোযোগ দিতে চাই।”

ইনজুরির কারণে ফাইনালে থাকছেন না কনওয়ে

ডেভন কনওয়ের ইনজুরির কারণে একাদশে ফিরছেন টিম সেইফার্ট। সেটা নিশ্চিত করেছেন কিউই অধিনায়কও। সেইসাথে বলেছেন কনওয়েকে না পাওয়াটা দুর্ভাগ্যজনক, “দুর্ভাগ্যজনকভাবে ডেভনকে ফাইনালে পাচ্ছি না। তিন ফরম্যাটেই সে আমাদের মূল্যবান খেলোয়াড়। প্রতিটি দলেই তারুণ্য এবং অভিজ্ঞতার একটা ভালো মিশ্রণ থাকে। তরুণ কিছু খেলোয়াড় আছে যারা গ্যালারির বাইরে বল পাঠাতে বেশ পটু।  সেইফার্টও তেমনি একজন। সে বড় শট খেলতে পছন্দ করে।”

কনওয়ের জায়গায় দেখা যেতে পারে সেইফার্টকে

প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে নিয়ে বলতে গিয়ে উইলিয়ামসন বলেছেন, “একটি শক্তিশালী দল হিসেবে, টুর্নামেন্টে তারা অনেক ম্যাচ জিতেছে। এটি তাদের শক্তির একটি বড় অংশ। তাদের দলে বিশ্বমানের বেশকিছু ক্রিকেটার আছে। জাম্পার কথা আলাদা করে বলতেই হয়। সে দুর্দান্ত ছন্দে আছে। সে বিশ্বমানের বোলার এবং বিশ্বের শীর্ষ বোলারদের একজন।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img