নিউজিল্যান্ডে শেষ ওয়ানডে জয়ের পর মিশ্র এক অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন নাজমুল হোসেন শান্ত। ইতিহাস গড়ে খুশি বটে, আক্ষেপ সিরিজ জিততে না পারার। প্রেস কনফারেন্সে আরও একবার মনে করিয়ে দিলেন, বলার জন্য বলা নয়, শান্ত সত্যিই চেয়েছিলেন সিরিজ জিততে।
“জিততে পেরে ভালো লাগছে। আমার পরিকল্পনা আজ পুরোপুরি বাস্তবায়ন করতে পেরেছি। সবচেয়ে বড় কথা দল জিতেছে। ইতিহাস চিন্তা করলে অবশ্যই গর্বের ব্যাপার। তবে আমাকে জিজ্ঞেস করলে বলব, আমি সিরিজ জিততে এসেছিলাম”-সংবাদ সম্মেলনে শান্ত
অধিনায়ক শান্তর কথায় স্পষ্ট টাইগারদের এখন আর অল্পতেই খুশি হওয়ার সুযোগ নাই। লক্ষ্য আরও অনেক বড়, অন্তত অধিনায়ক শান্তর জন্য। সাকিব আল হাসানের জায়গায় ভারপ্রাপ্ত নাজমুল হোসেন শান্ত পরের সিরিজেই অধিনায়ক থাকবেন কি থাকবেন না, কোনো নিশ্চয়তা নেই। শান্ত অবশ্য আগেও বলেছেন, অধিনায়কত্ব উপভোগ করেন, তার চোখে এই দল যাবে অনেকদূর।
“খেলা শুরুর আগে আমাদের কাজ কী? প্রস্তুতি, কতটা অনেস্ট, আর কতটা বিশ্বাস করছি। আমার বিশ্বাস এই দল আরও ভালো জায়গায় যেতে পারে। ফলাফল নিয়ে বেশি চিন্তা না করে কত ভালো প্রস্তুতি নিতে পারি। আদৌ বিশ্বাস করি কি না জিততে পারি। এই গ্রুপ দেখে আমার সবসময় মনে হয়েছে সামর্থ্য আছে, ক্ষুধা আছে এখানে এসে ম্যাচ-সিরিজ জেতার”
সাকিবের পর হয়ত এমন সাহসী দলনেতার খোঁজেই ছিল বাংলাদেশ, যে অল্পতেই সন্তুষ্টি খোঁজে না, এক ম্যাচ জিতেই খুশিতে গদগদ হয়েও যান না। বরং সাহসের সাথেই বলতে পারেন, মোটিভেশন দিয়ে ম্যাচ জেতা যায় না। এমন সাহসী ক্যাপ্টেনই তো দরকার!