সাকিব আল হাসান ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় তার জায়গায় সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। বুধবার ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন উইকেট কিপার এ ব্যাটার। দলের জয়ে একটা ক্যাচ ধরে হোক কিংবা ব্যাটিংয়ের সুযোগ পেয়ে হোক দলকে জেতাতে চান ঢাকা ছাড়ার আগে এমনটাই বলেছেন বিজয়।
তিনি বলেন, “ওয়ার্ল্ড কাপের মতো আসরে যাওয়া একটা ভাগ্যের বিষয়। আমি মনে করি যে, লাস্ট ম্যাচ হিসেবে ওয়ার্ল্ড কাপে যাচ্ছি এইটা বড় আমার জীবনের জন্য। যতটুকু পারি অবদান রাখার, সেটা একটা ক্যাচ ধরে হোক কিংবা ব্যাটিংয়ের সুযোগ পেয়ে হোক দলকে জেতাতে চাই। বাকিটা আল্লাহর ইচ্ছা”
ভারতে যাওয়ার আগে সমর্থকদেরও ধন্যবাদ দিয়েছেন বিজয়। যারা তার খারাপ সময়ে পাশে ছিলেন এবং দোয়া করেছেন উইকেট কিপার এ ব্যাটারের চাওয়া সমর্থকরা এভাবেই সমর্থন ও দোয়া করে যাক।
“অবশ্যই তাদেরকে অনেক ধন্যবাদ, সবসময় সাপোর্ট করছে। এই দোয়াটা যেন কাজে রুপান্তরিত করতে পারি, ভালো করতে পারি দলের জন্য, এটাই চাচ্ছি। তারা এভাবেই দোয়া করতে থাকুক। নিজেকে আমি যতটা পারি প্রস্তুত করেছি, চেষ্টা করবো প্রয়োগ করার জন্য, বাকিটা আল্লাহর ইচ্ছা”– বলছিলেন বিজয়
আগামী ১১ অক্টোবর নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।