২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার

দলের প্রয়োজনে প্রত্যেকেই যেকোনো পজিশনে খেলতে বাধ্য: মিরাজ

- Advertisement -

জাতীয় দলে সাত-আট নম্বরে ব্যাটিং করা মেহেদী হাসান মিরাজ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে নেমে খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস। দলের প্রয়োজনে প্রত্যেক খেলোয়াড়ই যেকোনো পজিশনে খেলতে বাধ্য দেশের একটি প্রথমসারির গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।

মিরাজ বলেন, “ক্রিকেটটা আগে দলীয় খেলা। দলের প্রয়োজনে প্রত্যেক খেলোয়াড়ই যেকোনো পজিশনে খেলতে বাধ্য। ম্যাচ জেতা নিয়ে হলো কথা। আমাদের প্রথম লক্ষ্যই থাকে বাংলাদেশ দলকে জেতানো। এ জন্য যেখানেই আমাকে খেলানো হোক না কেন, আমি খেলতে প্রস্তুত। দলের অন্য সবাইও নিজেকে সেভাবেই প্রস্তুত রাখে। আমিও মানসিকভাবে নিজেকে যেকোনো পরিস্থিতির জন্য তৈরি রাখি”

এর আগে ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালেও ওপেনিংয়ে নেমে দারুণ করেছিলেন মিরাজ। লিটনের সাথে ১২০ রানের জুটি গড়ার পথে খেলেছিলেন ৩২ রানের ইনিংস। এছাড়াও ঘরোয়া ক্রিকেটেও ইনিংসের শুরু করতে নেমে ভালো করার নজির আছে এই অলরাউন্ডারের। এমন সুযোগের অপেক্ষায় সবসময় থাকেন বলে জানিয়েছেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে দুজনে মিলে গড়েছিলেন ১৯৪ রানের জুটি

মিরাজ বলেন, “আমি সব সময়ই সুযোগ খোঁজার চেষ্টা করি। আমার ক্যারিয়ারের শুরুই হয়েছে ৮ নম্বরে ব্যাটিং করে। কিন্তু ওই জায়গায় ব্যাটিং করে বড় কিছু অর্জন করা সম্ভব নয়, যদি না দলের ওপরের ব্যাটসম্যানরা ব্যর্থ হয়। সেভাবে দেখলে ওপরে ব্যাটিং করার সুযোগ পাওয়াটা আমার জন্য সুবিধার। যদি আমি রান করি বা ভালো খেলি, তখন হয়তো আমাকে নিয়ে সবাই চিন্তা করবে। এখন যেমন সবাই আমাকে নিয়ে চিন্তা করছে। নিজেকে পরের ধাপে নিয়ে যাওয়ার জন্য এ রকম সুযোগ পাওয়াটা ভালো”

বুধবার সুপার ফোরের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। দেখা যাক এই ম্যাচেও ওপেনিংয়ে সুযোগ মিলে কিনা মিরাজের।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img