১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

দলের সবাই যেভাবে খেলছে তাতে আমরা গর্বিত: বাবর আজম

- Advertisement -

সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে পাকিস্তান। দলের এই অবস্থানের জন্য প্রত্যেক খেলোয়াড়ের অবদান রয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক বাবর আজম।

শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাবর বলেন, “ছেলেদের বিশ্বাস আছে, যেভাবে তারা বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং করছে তাতে আমরা গর্বিত। এটা দলীয় খেলা, সব দিন সবার সমান যায় না। আমরা চেষ্টা করি তাদের ব্যাক আপ দিতে, সাপোর্ট করতে। এভাবেই এগিয়ে যেতে চাই”

এবারের আসরের উদ্বোধনী ম্যাচেই নেপালকে বড় ব্যবধানে হারিয়েছিল বাবরের দল। বৃষ্টির বাধা না থাকলে ভারতের সাথে লড়াইটাও হতো রুদ্ধশ্বাস। তবে এসবের মাঝেও সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখছেন বাবর। পাক অধিনায়কের বিশ্বাস সব সময় সবার দিন এক হয় না, যা হয় তা উপরওয়ালার ইচ্ছেতেই হয়।

বাবর বলেন, “হৃদয় ভাঙার মত কিছু নেই, ফয়সালা ওপর থেকেই হয়, আমরা শুধু আমাদের সেরাটা খেলার চেষ্টা করি। যে দলের জন্য সেরা, সে সব সময়ই সেরা”

এবারের এশিয়া কাপ হাইব্রিড মডেলে হওয়ায় ভারত ছাড়া বাকি দলগুলোকেই পাকিস্তান-শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা-পাকিস্তান ভ্রমণ করতে হয়েছে। এতে খেলোয়াড়দেরও অনেকটা ধকল পোহাতে হয়েছে। তবে এই পরিস্থিতির প্রভাব মাঠের খেলায় পড়বে না বলেও জানিয়েছেন বাবর।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাবর

পাকিস্তান অধিনায়ক বলেন, “জানতাম আমাদেরকে ট্রাভেল করতে হবে। পরপর ম্যাচ খেলতে ও ট্রাভেল করতে হচ্ছে। চেষ্টা করছি ছেলেদের রিলাক্স রাখতে। সেই সাথে যতগুলো প্র্যাকটিস সেশন পাওয়া যায় কাজে লাগাতে। শ্রীলঙ্কা আর পাকিস্তানে ব্যাক টু ব্যাক ম্যাচ, এলপিল খেলেছি। আশা করি সমস্যা হবে না”

রবিবার সুপার ফোরে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাবররা। কলম্বোতে এদিন রয়েছে বৃষ্টির শঙ্কা। টুর্নামেন্টে ফাইনাল ছাড়া একমাত্র এই ম্যাচে রাখা হয়েছে রিজার্ভ ডে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img