১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

দল ঘোষণার পরের দিন অনুশীলনে ক্রিকেটাররা

- Advertisement -

টাইগারদের বিশ্বকাপ মিশন শেষ, লক্ষ্য এবার নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। শনিবার দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একদিন পর নিজেদের ঝালিয়ে নিতে মিরপুর শের-ই-বাংলার ইনডোরে হাজির শরীফুল ইসলাম-মুমিনুল হকরা।

বিশ্বকাপ শেষ করে এসে অনেকেই নিজেদের বিভাগের হয়ে এনসিলে খেলছেন। তবে রবিবার মিরপুরের ইনডোরে কোচ সোহেল ইসলামের সাথে অনুশীলনে দেখা গেল শরীফুল, মুমিনুল, খালেদ ও তাইজুলকে। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দলে চারজনই আছেন। দলে না থাকলেও অনুশীলনে ছিলেন পেসার মুশফিক হাসান।

আগামী ৩০ নভেম্বর টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের মেয়াদ শেষ হতে যাচ্ছে। লঙ্কান এই কোচ চলে যাওয়ার আগে যদি বিসিবি কাউকে না পায়। তাহলে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সোহেল ইসলাম দায়িত্ব পালন করবেন। এমনটাই বলেছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img