নিউজিল্যান্ডে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পন্ড, শেষ টি-টোয়েন্টিতে তাই জয় ছাড়া সিরিজ জেতার উপায় নাই। টাইগাররাও এ ম্যাচে জয় ভিন্ন অন্যকিছুই ভাবছে না। তৃতীয় টি-টোয়েন্টির আগে আরো একবার সে লক্ষ্যের কথাই গণমাধ্যমে জানিয়েছে গেছেন তাওহীদ হৃদয়।
শেষ ম্যাচ নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই, বরং আগের দুই ম্যাচের পরিকল্পনা অনুযায়ীই মাঠে নামতে প্রস্তুত নাজমুল হোসেন শান্তর দল।
“চিন্তাভাবনা আগের ম্যাচগুলোতে যেমন ছিল, এখনও সেটাই আছে। আমরা মনে করি এটা একটা ভালো সুযোগ। আমাদের নিজেদের যতটুকু পটেনশিয়াল আছে সেটা ওখানে দেখানোর। আশা করি, আমরা যে একটা ফ্লোতে আছি ইনশাআল্লাহ এটা চালিয়ে যাব”-গণমাধ্যমে হৃদয়
ওয়ানডে বা টেস্টের মতো দলের সবার পারফর্ম্যান্স করা জরুরী নয়, হৃদয়ের মতে দুই-একজন ব্যাটার দায়িত্ব নিয়ে ব্যাট করলেই সিরিজ জিতে ইতিহাস গড়া সম্ভব। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমার কাছে টি-টোয়েন্টি আলাদা একটা ফরম্যাট। আরো ভালো কিছু করার আছে, আমি মনে করি আমাদের দলের যে অবস্থায় আছে প্রত্যেকটা ব্যাটার ভালো ফ্লোতে আছে। ইনশাআল্লাহ এখান থেকে যদি দুই একজন খেলতে পারি তাহলে ভালো কিছু হবে।”
এছাড়াও দলের পরিবেশ নিয়ে এই টপ অর্ডার ব্যাটার বলেন, “আলহামদুলিল্লাহ, দল যখন রেজাল্ট করে তখন টিমের সবকিছুই ভালো থাকে এটাই স্বাভাবিক। আর আমাদের সবথেকে ভালো একটা জিনিস আমাদের সবাই সবাইকে ব্যাক করছে। কোচ থেকে শুরু করে এখানে যারা আছে তারা আমাদের উপর সেই বিশ্বাসটা রেখেছে যে আমরা পারব। শেষ কিছু দিন এই ফরম্যাটে আমরা ভালো করছি। আশা করি আমরা এটা চালিয়ে যাব ইনশাআল্লাহ।”