১৩ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার

দশজনের আতালান্তাকে হারাল রিয়াল

- Advertisement -

এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগে স্প্যানিশ দলগুলোর ফর্মটা খুব একটা ভালো যাচ্ছে না । বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ এর মধ্যেই খাদের কিনারায় চলে গেছে, বাকি ছিল রিয়াল মাদ্রিদ। তবে রিয়াল মাদ্রিদ দিক হারায় নি, দশজনের আতালান্তাকে ১-০ গোলে হারিয়ে পেয়েছে মূল্যবান অ্যাওয়ে জয়।

প্রতিপক্ষের রক্ষণে গিয়ে ভুগছিল দুই দলই। আতালান্তার মাঠে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া মুহূর্তটা আসে ১৭ মিনিটে। ডি-বক্সের বাইরে ফাউল করায় ফ্রয়লারকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ১০ জনের দলে পরিন্ত হয় আতালান্তা

এক জন কম নিয়ে খেললেও কমেনি আতালান্তার খেলার গতি। যদিও বল দখল, গোলের জন্য শট ও লক্ষ্যে শটে বেশ এগিয়ে ছিল রিয়াল। তবে সেভাবে ভালো সুযোগ কমই তৈরি করেছে ইউরোপের সফলতম দলটি।

একটা সময় গিয়ে মনে হচ্ছিলো গোল শূন্য ড্র হবে ম্যাচ, তখনই ৮৬ মিনিটে বক্সের বাইরে থেকে মেন্ডির ডান পায়ের বাঁক খাওয়ানো শট জড়িয়ে যায় জালে। রিয়াল তুলে নেয় মহামূল্যবান জয়।

চোটের জন্য  মূল একাদশে অনেককে পাননি জিনেদিন জিদান। রামোস, হ্যাজার্ড, বেনজেমাদের কালও প্রথম একাদশে পাওয়া যায়নি।  আগামী ১৬ মার্চ রিয়ালের মাঠে আবার মুখোমুখি হবে দল দুটি।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img