১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

দশ জনের দল নিয়েও মালদ্বীপকে হারাল বাংলাদেশ

- Advertisement -

২০২৬ বিশ্বকাপের প্রাক বাছাইয়ের দ্বিতীয় লেগের ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে এগিয়ে থেকে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপপর্বে খেলার যোগ্যতা অর্জন করল জামাল ভূঁইয়ার দল।

বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের ১১ মিনিটেই রাকিব হোসেনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্রুতগতিতে বাঁ দিক দিয়ে মালদ্বীপের বক্সে ঢুকে রাকিবের উদ্দেশ্যে দুর্দান্ত ক্রস করেন ফয়সাল আহমেদ ফাহিম। প্রতিপক্ষের দুজনকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ভুল করেননি বাংলাদেশের নাম্বার টেন রাকিব।

ম্যাচে দ্বিতীয় গোলটিও পেয়ে যেতে পারতো স্বাগতিকরা। কিন্তু গোলকিপারকে একা পেয়েও জালে জড়াতে পারেনি বাংলাদেশকে প্রথম গোল এনে দেওয়া রাকিব। পুরো ম্যাচজুড়ে আক্রমণের পর আক্রমণ করেছে মালদ্বীপও। হামজা মোহাম্মদ, আলী ফাসির, আইসাম ইব্রাহিমরা আতঙ্ক ছড়িয়েছেন বারবার। ৩৬ মিনিটে ইব্রাহিমের দুর্দান্ত হেড থেকে সমতা ফেরায় মালদ্বীপ।

বাংলাদেশকে প্রথম গোল এনে দেন রাকিব

তবে দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও বাংলাদেশকে এগিয়ে দেন ফাহিম। সাদ উদ্দিনের ক্রস থেকে শট নিয়েছিলেন তারিক কাজি। কিন্তু, সেই শট মালদ্বীপের গোলকিপার ফিরিয়ে দিলে শট নেন ফাহিম। ৫৯ মিনিটে সোহেল রানা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে বাকিটা সময় ১০ জনের দল নিয়ে খেলেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় নিয়েই মাঠ ছেড়েছে জামালের দল।

এর আগে ১২ অক্টোবর মালেতে দুই দলের প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ৮৬ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ার পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে বাংলাদেশকে সমতায় ফিরিয়েছিলেন সাদ উদ্দিন।

বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে ‘আই’ গ্রুপে খেলবে বাংলাদেশ। সেখানে রাকিব-ফাহিমদের অপেক্ষায় আছে অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিন।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img