১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

দশ জনের দল নিয়েও স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

- Advertisement -

দ্বিতীয়ার্ধের শুরুতে রফিকুল ইসলাম লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর মনে হচ্ছিল স্বাধীনতা কাপের ফাইনালের শিরোপা বুঝি জেতা হবে না বসুন্ধরা কিংসের। আগে গোল করে সেই শঙ্কা বাস্তবে পরিণত করার পথেই ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু এরপরেই কিংসের চমক, রাকিব হোসেনের পর ডোরিয়েল্টনের গোলে জয় নিয়েই মাঠ ছেড়েছে কিংস।

প্রথমার্ধের শুরু থেকেই আক্রমণে যাওয়ার চেষ্টা করে অস্কার ব্রুজোনের শিষ্যরা। আক্রমণে ওঠার প্রবণতা থাকলেও খুব একটা সুযোগ তৈরী করতে পারেনি তারা। মোহামেডানের ডিফেন্ডাররা তাদের খুব একটা সুযোগ দেননি। ১৪ মিনিটে আচমকা শট নিয়েছিলেন রবসন ডি সিলভা। তবে দারুণ দক্ষতায় তা ঠেকিয়ে দেন মোহামেডান গোলকিপার।

রক্ষণ সামলে আক্রমণে ওঠার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল সাদা-কালো শিবির। বেশ কয়েকবার কিংসের রক্ষণে হানাও দিয়েছিল তারা। তবে এদিন তাদের স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে তেমন কিছুই করতে পারেননি। নিজের ছায়া হয়ে ছিলেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে রফিকুল লাল কার্ড খেয়ে উঠে যাওয়ার পরেই গোলের দেখা পায় মোহামেডান। সাদা-কালোদের এগিয়ে দেন সানডে। এরপরই ঘুরে দাঁড়ানোর গল্প লেখে কিংস। মোহামেডান এগিয়ে যাওয়ার ১ মিনিট পরেই কিংসকে সমতায় ফেরান রাকিব। কিংস দশ জনের দলে পরিণত হলেও সেই সুবিধা নিতে পারেনি মোহামেডান। উল্টো ৮৬ মিনিটে ডোরিয়েল্টনের গোলে লিড নেয় বসুন্ধরা। এরপর সেই লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img