৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

দারুণ লড়াই করেও নিউজিল্যান্ডের ৫ রানের আক্ষেপ

- Advertisement -

অস্ট্রেলিয়ার দেওয়া ৩৮৯ রানের লক্ষ্য তাড়া করে জিততে হলে রেকর্ড করতে হতো নিউজিল্যান্ডকে। কারণ, বিশ্বকাপের ইতিহাসে এর আগে এত রান করে জেতার কেনো নজির নেই। তবে একটা সময় কিউইদের ব্যাটিং দেখে মনে হয়েছিল রেকর্ড গড়েই জিততে যাচ্ছে টম ল্যাথামের দল। তবে শেষ পর্যন্ত পারেননি তারা, অস্ট্রেলিয়ার কাছে ৫ রানে হেরেছে নিউজিল্যান্ড।

রান তাড়ায় নেমে প্রথম উইকেট জুটিতে ৬১ রান তোলে কিউইরা। দুই ওপেনার ডেভন কনওয়ে ও উইল ইয়ং পারেননি ইনিংস বড় করতে। তবে এই বিশ্বকাপে আলো ছড়ানো রাচিন রবীন্দ্র এই ম্যাচেও খেলেছেন দারুণ। ৮৯ বলে ৯ বাউন্ডারি ও ৫ ছক্কায় ১১৬ রানের ইনিংস খেলেছেন তিনি। রাচিনের ব্যাটে রেকর্ড রান তাড়ায় ভালোভাবেই পথে ছিল নিউজিল্যান্ড।

ডেরিল মিচেলও খেলেছেন দারুণ। তবে ফিফটি করার পরেই প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। শেষের দিকে এসে ৩৯ বলে ৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে নিউজিল্যান্ডকে প্রায় জিতিয়েই দিয়েছিলেন জিমি নিশাম।

বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ৩৮৮ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের দলের হয়ে সর্বোচ্চ ১০৯ রানের ইনিংস খেলেন ট্রাভিস হেড।

গত মাসে সাউথ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে হাতে চোট পেয়েছিলেন ট্রাভিস হেড। যার কারণে তাকে রেখেই বিশ্বকাপ খেলতে আসে অস্ট্রেলিয়া। নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে একাদশে সুযোগ পেলেন তিনি। আর সেই সুযোগটা কত সুন্দরভাবেই না কাজে লাগালেন হেড। সেঞ্চুরি করার পথে ২৫ বলে ফিফটি পূর্ণ করেছেন তিনি। যা এই বিশ্বকাপে কুশল মেন্ডিসের সাথে দ্রুততম। সেই সাথে ডেভিড ওয়ার্নারের সাথে ১১৭ বলে গড়েন ১৭৫ রানের জুটি। যা অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের ভিত এনে দেয়।

ইনিংসের শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করা ওয়ার্নার ফিরেছেন সেঞ্চুরি মিসের হতাশা নিয়ে। ৬৫ বলে ৫ বাউন্ডারি ও ৬ ছক্কায় ৮১ রান করেন অজি ওপেনার। ওয়ার্নার-হেড যেভাবে রান করেছেন সেই গতি ধরে রাখতে পারেনি স্টিভ স্মিথ-মিচেল মার্শরা।

তবে শেষের দিকে এসে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন গ্লেন ম্যাক্সওয়েল-জশ ইংলিশ। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসে ২৪ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪১ রান। ইংলিশের করেন ২৮ বলে ৩৮ রান। ১৪ বলে ৩৮ রানের ক্যামিও খেলেন অধিনায়ক প্যাট কামিন্স।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img