শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে যেখান থেকে শেষ করেছিলেন তানজিদ হাসান তামিম। ইংল্যান্ডের বিপক্ষে যেন ঠিক সেখান থেকে শুরু করেছেন তিনি। দাসুন শানাকা-কুশল মেন্ডিসদের সাথে খেলেছিলেন ৮৪ রানের ইনিংস। সোমবার জশ বাটলারের দলের বিপক্ষেও খেলছিলেন তামিম। তবে ফিফটি মিসের হতাশা নিয়ে ফিরেছেন তিনি।
ইনিংসের শুরুতেই লিটন কুমার দাশ ও নাজমুল হোসেন শান্ত ফিরে গেলেও অপরপ্রান্তে সাবলীল ব্যাটিং করেছেন জুনিয়র তামিম। রিস টপলি-মার্ক উডদের পেস সামাল দিয়েছেন দারুণভাবে। ইংলিশ পেসারদের বাজে বল পেলেই বাউন্ডারি মেরেছেন তরুণ এ ওপেনার।
বাকি ব্যাটারদের যেখানে ডেভিড উইলি-ক্রিস ওকসদের পেস আর বাউন্সের কোনো জবাব ছিল না। সে জায়গায় দাঁড়িয়ে আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন তামিম। তবে মার্ক উডের বলে কাট করতে গিয়ে স্ট্যাম্পে বল ডেকে এনে ফিরেছেন তিনি। প্যাভিলিয়নে ফেরার আগে করেন ৪৪ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪৫ রান। এই মুহুর্তে উইকেটে থাকা মেহেদী হাসান মিরাজও খুব একটা সুবিধা করতে পারছেন না।
৫ পেসারকে আক্রমণে এনেছেন বাটলার। ৩ ওভারে ১৮ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন রিস টপলি। ৩ ওভারে একটি উইকেট নিতে উড খরচ করেছেন মাত্র ৯ রান।