বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে আগে ব্যাটিংয়ে নেমে শাহাদত হোসেন দীপুর শতকে ২৭৫ রান সংগ্রহ করেছে ইস্ট জোন। নর্থ জোনের জয়ের জন্য প্রয়োজন ৫০ ওভারে ২৭৬ রান।
১১তম বিসিএলের ফাইনালে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সৈকত আলীর উইকেট হারায় ইস্ট জোন। নর্থ জোনের পেসার শহিদুল ইসলামের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে সৈকতের ব্যাট থেকে আসে মাত্র ৪ রান। তিনে নেমে বড় রানের ইনিংস খেলতে পারেননি মাহমুদুল হাসান জয়। ২৫ বলে ১৬ রান করে ড্রেসিংরুমের পথ ধরেছেন তিনি। তেমন কিছুই করতে পারেননি মুমিনুল হকও।
তবে ইস্ট জোনের ওপেনার পারভেজ হাসান ইমন খেলেছেন দারুণ। ৫ নম্বরে আসা দীপুর সাথে গড়েছেন ১২২ রানের জুটি। তাতেই বড় রানের ভিত পায় ইস্ট জোন। ৮৯ বলে ৭৩ রান করে ইমন উইকেটের পেছনে আকবর আলীকে ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে সেই জুটি। ইমন ফিরলেও ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছেন দীপু। লিস্ট এ ক্রিকেটে এটি তার চতুর্থ শতক। শেষ পর্যন্ত ১২২ বলে ১১৩ রানে অপরাজিত থাকেন তিনি। মাঝে ইরফান শুক্কুর খেলেছেন ৩৬ বলে ৩৬ রানের ইনিংস।
নর্থ জোনের হয়ে ১০ ওভারে ৫০ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন পেসার নাহিদ রানা। একটি উইকেট নিয়েছেন শহিদুল ইসলাম।