বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। তাতেই শাহিন শাহ আফ্রিদি-হারিস রউফদের সমালোচনা করছেন দেশটির সাবেক ক্রিকেটার ও সমর্থকরা। টুর্নামেন্টে পাকিস্তানের ভালো না করার কারণ হিসেবে বাবর আজমের অধিনায়কত্ব অন্যতম কারণ বলে মন্তব্য করছেন অনেকেই। তবে এবার পাকিস্তান অধিনায়কের পাশে দাঁড়ালেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।
বিশ্বকাপে খুব একটা খারাপ খেলেন বাবর। চার ফিফটিতে ৪০ গড়ে করেছেন ৩২০ রান। তবে নামটা বাবর বলেই পাকিস্তান সমর্থকদের প্রত্যাশা থাকে বেশি। তবে ব্যক্তিগত পারফর্ম্যান্স ছাপিয়ে দলের ব্যর্থতার কারণে বাবরের সমালোচনা হচ্ছে বেশি। যারা পাকিস্তান অধিনায়কের সমালোচনা করছে তাদের সাথে একমত নন কপিল।
তিনি বলেছেন, আপনি যদি বলেন, “বাবর আজম অধিনায়কত্বের জন্য সঠিক পছন্দ নয়। তাহলে আপনি কেবল সাম্প্রতিক পারফর্ম্যান্স দেখছেন। সে কিন্তু সেই অধিনায়ক, যে ছয় মাস আগেও পাকিস্তানকে র্যাঙ্কিংয়ে এক নম্বর তুলেছিল। যখন কেউ শূন্য রানে আউট হবে, তখন ৯৯ ভাগ মানুষ তাকে বাদ দিতে চাইবে। একজন সাধারণ খেলোয়াড় এসেই সেঞ্চুরি করলে, তাকে মহাতারকা বানিয়ে দেবে। তাই কেবল সাম্প্রতিক পারফর্ম্যান্স দেখবেন না, দেখুন সে দলের জন্য কী করেছে। কতটা নিবেদিত ছিল”
কপিল ছাড়াও বাবর পাশে পাচ্ছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজাকে। বাবরের অধিনায়কত্বে পরিবর্তন না করে, বোর্ডে পরিবর্তন আনার কথা বলেছেন রমিজ।