২০ জানুয়ারি ২০২৫, সোমবার

দুঃসময়ে হাসানের পাশে পাকিস্তান দল

- Advertisement -

টানা তিন বলে তিন ছক্কা হাঁকিয়ে দলকে সেমিফাইনালে জয় এনে দিয়েছেন ম্যাথু ওয়েড। অথচ, হয়তো ঐ তিনটা ছক্কাই হতো না যদি হাসান আলী আগের বলে ক্যাচটা লুফে নিতে পারতেন। পারেননি হাসান, ক্যাচের সাথে সাথে বিশ্বকাপটাও হাত থেকে দিয়েছেন ফেলে। কিন্তু, পাকিস্তান পেসারকে দোষ দিতে নারাজ অধিনায়ক, বললেন দলের প্রধান বোলার হাসানই।

“আমি মনে করি না যে হাসানের জন্য ম্যাচটা হেরেছি। সে আমাদের দলের প্রধান বোলার। অসংখ্য ম্যাচ জিতিয়েছে সে পাকিস্তানকে। ক্রিকেটে প্রত্যেক খেলোয়াড়ই প্রতিদিন পারফর্ম করবে না”

হাসানের এই খারাপ সময়ে দলের প্রত্যেকেই আছেন তার পাশে এমনটাই জানিয়েছেন অধিনায়ক, “হ্যা, সে ভীষণ হতাশ। কিন্তু, আমরা প্রত্যেকেই তার পাশে আছি এবং তাকে ভরসা দিয়ে যাচ্ছি। মানুষ অনেক কিছুই বলবে, কিন্তু আমরা সকলেই ওর পাশে আছি।”

শুধু কি ক্যাচটাই? হাসানের হাত ফসকে বেড়িয়ে গেছে ম্যাচটাও!

বিশ্বকাপটা ভালো যায়নি হাসানের। ছয় ম্যাচে ৯ ইকোনমিতে পেয়েছেন ৫ উইকেট। প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারলেও অধিনায়কের সমর্থন ঠিকই পাচ্ছেন তারকা এই পেসার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img