প্রথমে বল হাতে মেহেদী হাসান মিরাজের তিন উইকেট প্রাপ্তি, এরপর ব্যাটিংয়ে নাজমুল হোসেন এবং মাহমুদুল হাসানের দারুণ নিয়ন্ত্রিত ব্যাটিং। বোলিং-ব্যাটিং দুই দিক দিয়েই বাংলাদেশ কোনো প্রতিষ্ঠিত টেস্ট দলের বিপক্ষে শেষ কবে এতো ভালো দিন কাটিয়েছে তা মনে করা দুষ্কর। তাও আবার তাদের মাটিতে! নতুন বছরে বাংলাদেশের এমন নতুন শুরুকে শাবাশি দিচ্ছেন বিশ্বের ক্রিকেটবোদ্ধা এবং সমর্থকেরা। এবার তাঁদের কাতারেই যোগ দিলেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার মিচেল ম্যাকক্লেনাগান।
“টেস্ট ক্রিকেটের দুঃসাহসিক দিন পার করলো বাংলাদেশের টাইগাররা”- সামাজিক যোগাযোগমাধ্যম ‘টুইটারে’ ম্যাকক্লেনাগান
https://twitter.com/Mitch_Savage/status/1477512120610680832?s=20
বে ওভালে টেস্টের দ্বিতীয় দিন শেষে আজ ড্রেসিংরুমে ফিরে তৃপ্তির হাসিই হাসতে পারবে বাংলাদেশ দল। যদিও শান্তর হয়তো কিছুটা আক্ষেপ থেকেই যাবে। তবে, নিউজিল্যান্ডের বাঘা-বাঘা সব বোলারদের পরাস্থ করে জয় এগিয়ে যাচ্ছেন নিজের প্রথম শতকের পথে। এখন শুধুই অপেক্ষা তৃতীয় দিনের, ভালো কিছু করার…