২৭ জুলাই ২০২৪, শনিবার

দুইযুগ পর পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

- Advertisement -

১৯৯৮ সালের পর এই প্রথমবার পাকিস্তানের মাটিতে পা রাখতে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২০২২ এর মার্চ এপ্রিলে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সফর করতে স্মিথ-ওয়ার্নাররা আসছে পাকিস্তানে।

সোমবার সেই সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এই সফরে তিনটি টেস্ট (আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ), তিনটি ওয়ানডে (ওয়ানডে সুপারলীগ) ও একটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।

কিছুদিন আগে নিউজিল্যান্ড সফর বাতিল করে ফিরে যাওয়ায় গোটা বিশ্বে পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তি সঙ্কটে পড়েছিলো। ইংল্যান্ডও আগাম বাতিল করেছিলো সফর। এমন অবস্থায় অস্ট্রেলিয়ার সফর করতে আসা পাকিস্তান ক্রিকেটের জন্য যথেষ্ট উচ্ছ্বাসের ঘটনাই বটে। সেই উচ্ছ্বাস প্রকাশে পিসিবি প্রধান রমিজ রাজাও কার্পণ্য করেননি।

“অস্ট্রেলিয়াকে আমি পাকিস্তানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। অস্ট্রেলিয়া বিশ্বের সেরা দলগুলোর একটি এবং তারা ২৪ বছর পর আমাদের দেশে খেলতে আসছে। ভক্তদের জন্য এটি একটি উপহারস্বরূপ”

সিরিজের আগে অবশ্য নিরাপত্তার কঠোর পর্যবেক্ষণ করা হবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তাগণ এসে পাকিস্তান বোর্ডের সাথে সাক্ষাৎ করবেন ও নিরাপত্তা, কোভিড-১৯ প্রোটোকলসহ বাকি সকল বিষয় ঠিক করবেন।

ফিক্সচার

টেস্ট

৩-৭ মার্চ- ১ম টেস্ট, করাচি

১২-১৬ মার্চ- ২য় টেস্ট, রাওয়ালপিন্ডি

২১-২৫ মার্চ- ৩য় টেস্ট, লাহোর

ওয়ানডে

২৯ মার্চ- ১ম ওয়ানডে, লাহোর

৩১ মার্চ- ২য় ওয়ানডে, লাহোর

২ এপ্রিল- ৩য় ওয়ানডে, লাহোর

একমাত্র টি-টোয়েন্টি

৫ এপ্রিল- লাহোর

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img