২৭ জুলাই ২০২৪, শনিবার

দুইশো টাকায় দেখা যাবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার টি-টোয়েন্টি ম্যাচ

- Advertisement -

বিপিএলের ব্যস্ততা শেষ, শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে ২০ ওভারের ফরম্যাটের সিরিজের টিকেটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সর্বনিম্ন ২০০ টাকায় মাঠে বসে দেখা যাবে নাজমুল হোসেন শান্ত-লিটন কুমার দাশদের ম্যাচ। গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে খরচ করতে হবে ১৫০০ টাকা। ক্লাব হাউজের টিকেটের মূল্য ৫০০ টাকা আর ইস্টার্ন গ্যালারির টিকেটের মূল্য ৩০০ টাকা।

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে দারুণ খেলছে বাংলাদেশ। সবশেষ নিউজিল্যান্ড সফরে তাদের মাটিতেই জিতে এসেছে শরীফুল ইসলাম-তাওহীদ হৃদয়রা। এছাড়াও বিপিএলের সেরা পারফর্ম্যাররা দলে থাকায় ভাল কিছুর আশা করতেই পারেন সমর্থকরা। সেই সাথে ঘরের মাঠে খেলার সুবিধা তো আছেই। শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের সাম্প্রতিক দ্বৈরথের কারণে জমজমাট এক লড়াই দেখার অপেক্ষায় দুই দলের সমর্থকরা।

আগামী ৪ মার্চ প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। এরপর ৬ ও ৯ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img