২৭ জুলাই ২০২৪, শনিবার

দুই আত্মঘাতী গোলের ম্যাচে আর্সেনালের ড্র, অ্যাওয়ে ম্যাচে টটেনহ্যামের জয়

- Advertisement -

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে কয়টা ম্যাচ আপনার কাছে শ্বাসরুদ্ধকর মনে হয়েছে? কয়টা ম্যাচেই বা এক দল একাধিক গোলে লিড নিয়েও শেষ পর্যন্ত ম্যাচটা ড্র করেছে? আপনি খোঁজ না-ই রাখতে পারেন, কিন্ত জানলে অবাক হবেন এই সিজনে তিন গোলে এগিয়ে থেকেও পয়েন্ট ভাগাভাগিতে শেষ হয়েছে মোট তিনটি ম্যাচ। ওয়েস্টব্রম-চেলসি, টটেনহ্যাম-ওয়েস্ট হ্যাম এবং ওয়েস্ট হ্যাম-আর্সেনালের ম্যাচ।

রবিবার চরম নাটকীয় ম্যাচটা ছিল হ্যামারদের ঘরের মাঠ লন্ডন স্টেডিয়ামে। টেবিলে আর্সেনালের চেয়ে পাঁচ ধাপ এগিয়ে ওয়েস্টহ্যাম। আক্রমণের শুরুটা তারাই করেছিল, আর্সেনালের জার্মান ওয়াল বার্নার্ড লেনো দারুণ সেইভ করতে থাকেন। কম যান নি, অন্য গোলপোস্টে থাকা সাবেক আর্সেনাল গোলরক্ষক ফ্যাবিয়ান্সকিও। মাত্র পনেরো মিনিটে স্কোরশিটে নাম তোলেন ওয়েস্ট হ্যামের ইংলিশ ফরোয়ার্ড লিনগার্ড, এরপর দুই মিনিটের ব্যবধানে ওয়েস্টহ্যামের আরো এক গোল।  ৩১ মিনিটে ওয়েস্ট হ্যামের চেক মিডফিল্ডার সুচাকের হেডে আর্সেনালের কফিনে আরেক পেরেক! তবে মিনিট সাতেক পরই ম্যাচের ভাগ্য গানারদের দিকে ঘুরিয়ে দেন সুচাক নিজেই। লাকাজেতের ডান পায়ের শট আটকাতে গিয়ে উল্টো আত্মঘাতী গোল করে বসেন, ৩-১ গোলে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে গানারদের কামব্যাক, আবারও আত্মঘাতী গোল। ঘন্টার কাটা পার হওয়ার পরপরই আর্সেনালের ক্যালাম চেম্বারসের ক্রস ক্লিয়ার করতে গিয়ে উল্টো জালে জড়ান হ্যামার ডিফেন্ডার ডওসন। ম্যানইউয়ের বিপক্ষে আগের ম্যাচেও ডওসনের আত্মঘাতী গোলে হেরেছিলো পূর্ব লন্ডনের দলটা।

গানারদের সাথে পরপর দুই আত্মঘাতী গোল, এমনিতেই ব্যাকফুটে চলে গিয়েছিল ওয়েস্টহ্যাম। সেই সুযোগে শেষ বাঁশি বাজার দশ মিনিট আগে আর্সেনালের শেষ গোলটা স্কোরলাইনে যোগ হয় পেপের ক্রসে, লাকাজেতের দুর্দান্ত ফিনিশে। পূর্ণ হয় আর্সেনালের দারুন কামব্যাক।রোমাঞ্চকর ৩-৩ ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে টেবিলের পাঁচেই রইলো ওয়েস্টহ্যাম, নয়ে উঠে এসেছে আর্সেনাল, তাদের পয়েন্ট ৪২।

আরেক ম্যাচে অ্যাস্টন ভিলাকে হারিয়ে টেবিলের ছয়ে উঠেছে টটেনহ্যাম হটস্পার। লিগে শেষ চার ম্যাচ দুটো করে ড্র আর হারের বৃত্তে আটকা অ্যাস্টন ভিলা ম্যাচে যথেষ্ট আক্রমণের চেষ্টা করেছে, ট্যাক্টিকালি সামলেছে মিডফিল্ড। যদিও তাতে কাজের কাজ, গোলটা পায়নি ভিলা। প্রথম গোলটা টটেনহ্যামের, অতক্ষনে আধঘন্টা খেলা হয়েছে। স্কোরার, কার্লোস ভিনিসিয়ুস; চলতি মৌসুমে এটা তাঁর প্রথম গোল। ৬৭ মিনিটে ডিবক্সে ফাউলের শিকার হন হ্যারি কেইন। পেনাল্টি আদায়, গোল করা; দুটোই দারুণভাবে করেছেন ইংলিশ ফরওয়ার্ড কেইন। দুই গোলে নির্ধারিত হয়েছে ম্যাচের ভাগ্য। ভিলা পার্কে টানা সাত ম্যাচ জেতার রেকর্ড করলো টটেনহ্যাম।

হোম ম্যাচ থেকে পয়েন্ট হারিয়ে অ্যাস্টন ভিলা টেবিলের সাত থেকে তিন ধাপ নিচে নেমে গেল। ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টপ ফোরের আশা টিকিয়ে রাখলো স্পার্স।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img