NCC Bank
- Advertisement -NCC Bank
১৫ আগস্ট ২০২২, সোমবার

দুই ওপেনার ওপেন করলেন করোনা টিকা

- Advertisement -

টাইগারদের নামী দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। ব্যাট হাতে যেমন সবার আগে ঠিক তেমনি করোনা টিকা গ্রহনের ক্ষেত্রেও এগিয়ে থাকলেন তাঁরা । বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সকাল এগারোটার কিছু পর টিকা নিয়েছেন সৌম্য সরকার। তার কিছুক্ষন পরেই টিকা গ্রহন করতে আসেন তামিম ইকবাল খান। একই সময় টিকা নিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। টিকা নেয়ার পর সাংবাদিকদের তামিম ইকবাল জানিয়েছেন, “টিকা গ্রহন শুধু আমাদের করোনা থেকে সুরক্ষা দেবে তা নয়, সাধারণ মানুষ এটা দেখে সাহসী এবং সচেতন হবে”

এসময় দেশের চল্লিশ বছরের বেশী বয়সী সকল নাগরিকদের টিকা নেয়ার জন্য আহবানও জানান টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান।

প্রথম দফায় পাঁচজন ক্রিকেটার টিকা গ্রহন করেছেন, নিউজিল্যান্ড রওনা হওয়ার আগে দলের বাকী সদস্যদেরও করোনা টিকা দেয়া হবে বলেও জানানো হয়েছে।

শুক্রবার নিউজিল্যান্ড সফরের জন্য দল ঘোষনা করার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বিসিবির দেয়া তথ্য অনুযায়ী, চব্বিশ ফেব্রুয়ারী নিউজিল্যান্ড রওনা হবে জাতীয় ক্রিকেট দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img