১৫ ডিসেম্বর ২০২৪, রবিবার

দুই গোলে এগিয়ে থেকেও কুতিনিওতে আটকে গেলো ইউনাইটেড

- Advertisement -

নিরঙ্কুশ খ্যাতি ও জনপ্রিয়তা শেষবার তিনি এই প্রিমিয়ার লিগেই উপভোগ করেছিলেন, যখন প্রিমিয়ার লিগে লিভারপুলে খেলতেন ফিলিপে কুতিনিও। এরপর বার্সেলোনা, বায়ার্নের মতো বড় বড় ক্লাবে খেলেছেন কিন্তু লিভারপুলের মতো পারফরম্যান্স বা খ্যাতি কোথাও জোটাতে পারেননি। অবশেষে প্রিমিয়ার লিগে ফিরে ‘জাদুর কৌটা’ দেখিয়ে দিলেন প্রিমিয়ার লিগই তাঁর আসল ঘর। যদিও লিভারপুল নয়, অ্যাস্টন ভিলার হয়ে।

কুতিনিওর গোল ও তৈরি করে দেওয়া সুযোগে মানচেস্টার ইউনাইটেডের সাথে ২-২ গোলে ড্র করেছে অ্যাস্টন ভিলা। ইউনাইটেড ২ গোলে এগিয়ে থেকেও ভিলা পার্ক থেকে ৩ পয়েন্ট নিয়ে ফিরতে পারলোনা রেড ডেভিলরা।

হিপ ইনজুরির জন্য রোনালদো এই ম্যাচে খেলেননি। বহুদিন পর নিজের সেরা ফর্মে লাগছিলো ব্রুনো ফের্নান্দেজকে। ৬ মিনিটে অ্যালেক্স টেলেসের অ্যাসিস্টে ইউনাইটেডকে এগিয়ে দেওয়ার পর দ্বিতীয়ার্ধে আবারো গোল করেন ‘এল ম্যাগনিফিকো’।

ব্রুনোর দ্বিতীয় গোলের পরপরই মরগান সানসোনের বদলি হিসেবে কুতিনিওকে নামান স্টিভেন জেরার্ড। এবং নেমেই খেলার গতিপথ পাল্টে দেন ব্রাজিলিয়ান প্লেমেকার। জ্যাকব রামসির গোলে অবদান রাখেন,নিজে করেন আরেকটি গোল। ভিলার হয়ে নিজেদের প্রথম ম্যাচেই সমর্থকদের মন জিতে নিলেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img