চলতি বিশ্বকাপ যতই এগুচ্ছে জিম্বাবুয়ে যেন ততটাই শক্তিশালী হয়ে উঠছে। পয়েন্টস টেবিলের হিসেব-নিকেশও বলছে সেমিফাইনালের দৌঁড়ে অনেকটাই এগিয়ে আফ্রিকার দেশটি।
পাকিস্তানকে এক রানে হারিয়ে তা বেশ ভালোভাবেই সামর্থ্যের প্রমাণ দিয়েছে সিকান্দার রাজার দল। অবস্থা এখন এমন তারা যেতে পারে সেমিফাইনাল পর্যন্ত !

পরিসংখ্যান বলছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসকে হারাতে পারলে সেমিফাইনালের পথ খুলে যাবে জিম্বাবুয়ের। দুই ম্যাচ খেলে দুই পয়েন্ট নিয়ে গ্রুপ-২ এ তৃতীয় অবস্থানে আছে দলটি। রোববার বাংলাদেশের সাথে জয়ে রাজার দলের পয়েন্টস দাঁড়াবে পাঁচ। এরপরও বাকী থাকবে নেদারল্যান্ডস ও ভারতের বিপক্ষে ম্যাচ।
নেদারল্যান্ডস এবং বাংলাদেশের সাথে জয় পেলে জিম্বাবুয়ের পয়েন্ট দাঁড়াবে সাত। ভারতের বিপক্ষেও প্রবল হয়ে উঠতে পারে জিম্বাবুয়ে। সেক্ষেত্রে জয় আসলে পয়েন্টস দাঁড়াবে নয়। তবে আপাতত রোববার টাইগারদের বিপক্ষেই চোখ রাখবে সিকান্দার রাজার দল।