৪ ডিসেম্বর ২০২৪, বুধবার

দুই পরিবর্তনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

- Advertisement -

লিটন আর মিঠুন’কে নিয়ে চলছিলো আলোচনা-সমালোচনা। সিরিজের দ্বিতীয় ওয়ানডে’র একাদশে ওদের থাকা নিয়ে শংকা জেগেছিলো। যদিও, আরো একটা সুযোগ মিললো লিটনের, মিঠুনের জায়গায় আজ খেলছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তাসকিনকে বসিয়ে অভিষেক করানো হলো বাহাতি পেসার শরিফুলকে।

ব্যাটিং পজিশনে পাঁচ নম্বরে ছিলেন মিঠুন। তবে এ ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের উন্নতি হচ্ছে। ছয় আর সাথে ফিনিশারের ভূমিকায় থাকবেন মোসাদ্দেক আর আফিফ।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রোববার প্রথম ওয়ানডে’তে ৩৩ রানে জিতেছিলো টাইগাররা। আজ হাসলেই এক ম্যাচ আগে সিরিজ নিশ্চিত হবে, পাশাপাশি প্রথমবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার রেকর্ডও গড়বে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আনন্দের বিষয় হবে, এই ম্যাচ জিতলেই ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলের চূড়ায় উঠে যাবে লাল সবুজের বাংলা।

বাংলাদেশ দলঃ তামিম,লিটন,সাকিব,মুশফিক,রিয়াদ,আফিফ, মোসাদ্দেক,সাইফউদ্দিন,মিরাজ,শরিফুল ও মুস্তাফিজ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img