১৫ ডিসেম্বর ২০২৪, রবিবার

দুই বছর ধরে বলতে বলতে ক্লান্ত, আমার আর রোহিতের মধ্যে কোন ঝামেলা নেই: কোহলি

- Advertisement -

তাঁকে ওয়ানডে ক্যাপ্টেনসি থেকে ‘জোরপূর্বক’ সরিয়ে দেওয়ার পর অবধারিতভাবেই আবারো ডালপালা মেলেছে রোহিত শর্মার সাথে তাঁর মনোমালিন্য বা অন্তর্দ্বন্দ্বের গুঞ্জন। তবে বুধবার ভিরাট কোহলি আবারো সব গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন।

সাউথ আফ্রিকার উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রোহিত-কোহলি গুঞ্জনসহ আরো নানান বিষয়ে মুখ খুলেছেন ভারতের বর্তমান  টেস্ট অধিনায়ক। এমনকি  নতুন ওয়ানডে অধিনায়ক রোহিতের নেতৃত্বগুণের ভূয়সী প্রশংসাই বের হয়েছে কোহলির মুখ দিয়ে।

“আমার আর রোহিতের মধ্যে কোন ঝামেলা নেই। এটি আমি গত দুইবছর ধরে বারবার বলছি এবং আমি ক্লান্ত। আমি আরো বলতে চাই আমার কোন কাজ বা সিদ্ধান্ত দ্বারা দলের কোন ক্ষতিই হবেনা।”- বলেছেন কোহলি

“রোহিত খুবই উপযুক্ত অধিনায়ক এবং কৌশলগত দিক দিয়ে অনেক উন্নত মস্তিষ্কের। রাহুল ভাইয়ের (দ্রাবিড়) মতো ম্যান ম্যানেজারের অধীনে সে থাকবে। আমি আশ্বস্ত করছি ওরা ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আমার ১০০% সহযোগিতা পাবে।”

এরই সাথে তার ওয়ানডে সিরিজ না খেলা সংক্রান্ত গুজবও উড়িয়ে দিয়েছেন কোহলি। জানিয়েছেন ওয়ানডে সিরিজে খেলছেন তিনি।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img