মোহাম্মদ মিঠুন এবং মুশফিকুর রহিমের আউটের পর রাগে গজগজ করতে করতে এক টাইগার ভক্ত ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, “ টেস্ট মর্যাদা কেড়ে নিতে আইসিসি’র কাছে এখনই চিঠি পাঠাবো, আমাকে বিসিবি কেন, দেশের সরকারও আটকাতে পারবেনা”
ঘরের মাঠে দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজের সাথে ফলো অন এড়াতে চোখের পানি নাকের পানি এক হওয়ার পর টাইগারদের টেস্ট দল নিয়ে ভক্তদের অভিযোগ বাড়াবাড়ি নয় সেটা সবাই একবাক্যে স্বিকার করবে।
টাইমিং গড়বড় মিথুনের, নিজের ফিফটির পর অযথা সুইপ খেলে মাঠের বাইরে মুশফিক…ওদের ৭১ রানের জুটিকে ভালো বলার উপায় থাকে কি? ক্রিকেটের সবচে বোকা ভক্ত এই একই প্রশ্ন করবে, দল কোথায় আছে কেমন আছে সেটা কি ওদের জানা ছিলো না ?
লিটন দাশ-মিরাজ টাইগারদের শেষ ভরসা। আগের টেস্টের সেঞ্চুরির ইতিহাস মিরাজকে সাহসী করে তুলতে পারলে হয়তো চাপ কিছুটা কমিয়ে আনা সম্ভব। লিটনের ক্ষেত্রেও একই কথা চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ফিফটি করেছিলেন, আগের ইনিংসকে টপকে যেতে পারলে সেটা শুধু নিজের জন্যই ভালো নয়, দেশের জন্য বিরাট মঙ্গলের হবে। তবে দুই ব্যাটসম্যানের উপর যে চাপ তৈরী হয়ে আছে..তাতে করে দুপুরের খাবারটা ঠিক মতো মুখে উঠবে কিনা সেটাই বড় প্রশ্ন! পেটে ক্ষুধা থাকলে ভালো কিছু হবে বলে মনে হচ্ছেনা!
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৪০৯
বাংলাদেশ: ১৮১/৬ ( লাঞ্চ বিরতি, তৃতীয় দিন) লিটন ২৩* , মিরাজ ১১*
প্রথম ইনিংসে বাংলাদেশ পিছিয়ে ২২৮ রানে