মুমিনুল হক সৌরভের ডানহাতের বৃদ্ধাঙ্গুলের অপারেশন হবে দুবাইতে, সোমবার বিকেলেই ভিসা পেয়েছেন জাতীয় টেস্ট দলের অধিনায়ক, অলরাউন্ডারকে নিশ্চিত করেছে বিসিবি সুত্র। সময় স্বল্পতায় সোমবার সন্ধ্যা পর্যন্ত দুবাইয়ের টিকিট নিশ্চিত করা যায়নি। তবে আশা করা হচ্ছে, মঙ্গলবার সকাল সাড়ে দশটার ফ্লাইটে অপারেশনের জন্য দুবাই রওনা হবেন মুমিনুল হক।
যেহেতু দুবাইতে আলাদা করে কোয়ারেন্টিন করতে হবে না, সে কারণেই দুবাইকে বেছে নিয়েছে বিসিবি। জানা গেছে, বুরজিল হাসপাতালে হবে মুমিনুলের আঙ্গুলের অপারেশন।
যদি মঙ্গলবারই তিনি দুবাই পৌঁছতে পারেন, তাহলে বুধবারের মধ্যেই অপারেশন হয়ে যাবার কথা। এই ধরণের অপারেশনের পর সেরে উঠতে সময় লাগে প্রায় মাস খানেক।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খুলনার বিপক্ষে ম্যাচে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছিলেন মুমিনুল হক।