১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

‘দুরন্ত’ ক্লাসেন, দুর্দান্ত সাউথ আফ্রিকা

- Advertisement -

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ৩৯৯ রান সংগ্রহ করেছে সাউথ আফ্রিকা। এইডেন মার্করামের দলের হয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন হেনরিখ ক্লাসেন। এছাড়াও ফিফটি করেছেন রিজা হেনড্রিকস, রাসি ভ্যান ডার ডুসেন ও মার্কো ইয়ানসেন।

আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই কুইন্টন ডি ককের উইকেট হারিয়েছিল সাউথ আফ্রিকা। রিস টপলির অফ স্ট্যাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে জস বাটলারকে ক্যাচ দেন বাঁহাতি ওপেনার। এরপর রিজা হেনড্রিকস ও রাসি ভ্যান ডার ডুসেনের ব্যাটে ঘুরে দাঁড়ায় সাউথ আফ্রিকা। দুজনে শুরুতে ইংল্যান্ডের বোলারদের দেখেশুনে খেলেছেন।

সময় যত গড়িয়েছে নিজেদের স্বভাবসুলভ ব্যাটিং করেছেন হেনরিকস-ডুসেন। তাদের জুটি থেকে আসে ১১৬ বলে ১২১ রান। দুজনে পেয়েছেন ফিফটির দেখা। হেনড্রিকস করেছেন ৭৫ বলে ৯ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৮৫ রান। ডুসেনের ব্যাট থেকে এসেছে ৬১ বলে ৮ বাউন্ডারিতে ৬০ রান।

উইকেটে আসার পর থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন এইডেন মার্করাম ও হেনরিখ ক্লাসেন। প্রোটিয়া অধিনায়ক ৪৪ বলে ৪ বাউন্ডারিতে ৪২ রান করে ফিরলেও সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্লাসেন। ৬১ বলে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ শতকের দেখা পেয়ে যান তিনি। শেষ পর্যন্ত ৬৭ বলে ১০৯ রান করে থামেন তিনি। আগ্রাসী ব্যাটিং করেছেন মার্কো ইয়ানসেনও। ৪২ বলে ৩ বাউন্ডারি ও ৬ ছক্কায় ৭৫ রান করে অপরাজিত থাকেন তিনি।

ইংল্যান্ডের হয়ে ৮.৫ ওভারে ৮৮ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছেন রিস টপলি। আদিল রশিদ ও গাস অ্যাটকিসন ২টি করে উইকেট নিয়েছেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img