লক্ষ্যটা মাঝারি মানের, এমন লক্ষ্য তাড়ায় ইনিংসের শুরুটা যেমন করা দরকার ঠিক তেমনটাই করেছেন দুর্দান্ত ঢাকার ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। তাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের দল।
রান তাড়ায় ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন নাঈম। কুমিল্লার পেসার মুশফিক হাসানের করা ইনিংসের দ্বিতীয় ওভার থেকেই ১৯ রান তুলেছেন ঢাকার এ ওপেনার। পাওয়ারপ্লেতে বিনা উইকেটে ৫৬ রান তুলেছে ঢাকা। তাতেই এক প্রকার জয়ের ভিত পেয়ে যায় তারা।
ম্যাচের প্রথম ইনিংসে কুমিল্লার ব্যাটাররা যেখানে রান তুলেছে সেখানে সাবলীল ব্যাটিং করেছেন নাঈম। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন শ্রীলঙ্কান ব্যাটার ধানুশকা গুনাথিলাকা। নাঈম-গুনাথিলাকার ওপেনিং জুটিতেই উঠেছে ১০১ রান। ৩৮ বলে ফিফটির দেখা পেয়েছেন নাঈম। তবে এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি। তানভীর ইসলামকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফিরেছেন। তার আগে দুর্দান্ত ঢাকার জয়ের ভিত গড়ে দিয়েছেন।
নাঈমের দুর্দান্ত ব্যাটিংয়ের পরও খুব সহজে জিততে পারেনি ঢাকা। শেষের দিকে ইরফান শুক্কুরের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের দেখা পায় ঢাকা।
কুমিল্লার হয়ে ৪ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তানভীর ইসলাম।
টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ইমরুল কায়েসের ৫৬ বলে ৬৬ আর তাওহীদ হৃদয়ের ৪৭ রানের ভর করে ১৪৩ রানের সংগ্রহ পায় কুমিল্লা। লিটন দাস ইনিংসের শুরুতে তেমন কিছু করতে পারেনি। ইনিংসের শেষ তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক করেছেন ঢাকার পেসার শরীফুল ইসলাম।