১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

‘দুর্দান্ত’ তাইজুল, বাংলাদেশের স্বরণীয় জয়

- Advertisement -

সিলেট টেস্টে নিউজিল্যান্ডকে ১৫০ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৮১ রানে অলআউট হয়েছে কিউইরা। ছয় উইকেট শিকার করে টাইগারদের জয়ের অন্যতম নায়ক তাইজুল ইসলাম। ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এটি প্রথম টেস্ট জয়।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে ১৭ টেস্ট খেলে মাত্র একটিতে জিতেছিল বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুয়ে সেই ঐতিহাসিক জয়। হেরেছে ১৩ টেস্ট আর ড্র করেছিল ৩ টি।

চতুর্থ দিনেই জয়ের জন্য সবকিছু করে রেখেছিলেন তাইজুল ইসলাম-নাঈম হাসানরা। তবে কাটা হয়ে দাঁড়িয়েছিলেন ড্যারিল মিচেল। দিনের শুরুতে ফিফটিও তুলে নিয়েছিলেন। নাঈম হাসানকে তুলে মারতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে তাইজুলকে ক্যাচ দিয়ে ফেরেন মিচেল। প্যাভিলিয়নে ফেরার আগে করেন ১২০ বলে ৫৮ রান।

আট উইকেট পড়ার পর ইশ সোধিকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন টিম সাউদি। একটু আক্রমণাত্মক খেলার চেষ্টা করেন তিনি। তবে তাকে বেশি ভয়ংকর হতে দেননি তাইজুল।কিউই অধিনায়ককে ফিরিয়ে ৪৬ রানের জুটি ভাঙেন তাইজুল। এরপর ইশ সোধিকে তুলে নিয়ে বাংলাদেশকে স্বরণীয় জয় এনে দেন তিনি।

টেস্টে ১২তমবার ইনিংসে ৫ উইকেট পেলেন তাইজুল। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে এই প্রথম ৫ উইকেট তুলে নিলেন বাঁহাতি এই স্পিনার। প্রথম ইনিংসেও নিয়েছিলেন ৪ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ইতিমধ্যে ১০ উইকেট তুলে নিয়েছেন তিনি।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img