১৩ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার

দুর্দান্ত পন্থ-পান্ডিয়া, ইংল্যান্ডের লক্ষ্য ৩৩০

- Advertisement -

প্রথম ওয়ানডেতে বেশ দাপট দেখিয়েই জয় পেয়ছিল স্বাগতিক ভারত, সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেই ভারতকে পাত্তাই দেয়নি ইংল্যান্ড। পুনেতে ৩ নম্বর ওয়ানডেতে ভারত অলআউট হয়েছে ৩২৯ রানে।  শুরুতেই রোহিত-ধাওয়ানের শতরানের জুটি, ইনিংসের ভীত তৈরি হয়েছে সেখানেই, তবে ধাওয়ানের বিদায়ের পর ৫৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিক দল।

পন্থ আর পান্ডিয়ার আবার ঘুরে দাঁড়ায় ভারত, দুজনের অ্যাটাকিং ব্যাটিং আর ইংল্যান্ডের অনিয়ন্ত্রিত বোলিং, একটা সময় মনে হচ্ছিল সাড়ে তিনশো খুব সহজেই পেরুতে পারবে টিম ইন্ডিয়া। তবে ইনিংসের শেষে আবার স্টোকস-উডদের দারুণ বোলিং,  ৭ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট, ইংল্যান্ডের সেরা বোলারও মার্ক উড।

মঈন আলীর স্ট্রাইক, ফিরে যাচ্ছেন বিরাট কোহলি। ছবি: ক্রিকইনফো

সাদা বলে ইংল্যান্ডের ভরসার জায়গা আদিল রশিদ, তবে রোববার ওভার প্রতি রান দিয়েছে আটের বেশি, উইকেট নিয়েছেন ২টা।  অন্য স্পিনার মঈন আলী ছিলেন তুলনামূলক সাশ্রয়ী, ছয়ের নিচে ইকোনমিতে বল করেছেন,  নিয়েছেন বিরাট কোহলির উইকেট।

ভারতীয় ইনিংসে ৩ ফিফটি, সর্বোচ্চ রান পন্থের ৭৮। পান্ডিয়া ৬৪ এবং ধাওয়ান খেলেছেন ৬৭ রানের ইন্ডিয়া। লোয়ার-অর্ডার প্রয়োজনমত সার্ভিস দিতে পারেনি, ভারতের ইনিংস ছুঁতে পারেন সাড়ে তিনশর গন্ডি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img