১৩ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

দুর্দান্ত শুরু করা টাইগার যুবাদের ব্যাটিং বিপর্যয়

- Advertisement -

পঞ্চম এবং সিরিজের শেষ ওয়ানডেতে সিলেটে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহরাব হোসেন। প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার। কিন্তু, শুরুর ছন্দটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি টাইগার যুবারা। পাওয়ারপ্লে শেষে বিনা উইকেটে ৩৯ রান করা টাইগারদের সংগ্রহটাও তাই ১৭ ওভার শেষে তিন উইকেটে ৫৬। ব্যাটিংয়ে অধিনায়ক মেহরাব হোসেন এবং পুরো সিরিজে একমাত্র শতক হাঁকানো ব্যাটসম্যান আইচ মোল্লাহ।

শুরুটা দারুণ করেছে ইফতি

পাওয়ারপ্লের প্রথম দশ ওভারে রানটা ৩৯ হলেও, টাইগার যুবারা হারায়নি একটি উইকেটও। মাহফিজুল ধীরে শুরু করলেও অন্যপ্রান্তে ইফতিখার ছিলেন ছন্দেই; পাওয়ারপ্লেতে তার ব্যক্তিগত ১৬ রানের ৩টিই এসেছে বাউন্ডারি থেকেই। পাওয়ারপ্লে পেরোতে না পেরোতেই ম্যাচের প্রথম ছক্কাটা এসেছে ইফতির ব্যাট থেকে। স্বাচ্ছন্দ্যে খেলতে থাকা ইফতির বিপরীতে কিছুটা নিষ্প্রভ মাহফিজুল; ইনিংসের ১৩তম ওভারে ১১ রানেই এলবিডব্লিউয়ের ফাঁদে পরে ফিরে গেছেন প্যাভিলিয়নে।

এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন মাহফিজুল

এক ম্যাচ বিশ্রাম শেষে দলে ফেরা আরিফুল ইসলামও পাননি রানের দেখা। স্লোয়ার বাউন্সারে ক্যাচ তুলে দিয়েছেন উইকেটকিপারের হাতেই। ড্রেসিং রুমে যাওয়া আসার মিছিলে যোগ দিয়েছেন ইফতিখারও; ওয়াইড বাউন্সারটাকে পুল করতে গিয়ে ক্যাচে পরিণত হয়েছেন উইকেটরক্ষকের। দুর্দান্ত শুরু করা টাইগারদের ইনিংসে হঠাৎ করেই ছন্দপতন; ২ রানের ব্যবধানে হারিয়েছে ৩টি উইকেট। বিনা উইকেটে ৪৮ রান করা টাইগার যুবাদের সংগ্রহটাও তাই ৩ উইকেটে ৫০। ২৬ রান করেছেন ইফতিখার, বিলাল সামি নিয়েছেন দুইটি উইকেট।

চতুর্থ ম্যাচে ১৯ রানে হেরেছে টাইগাররা; ম্যাচ শেষে হয়েছে বিতর্কও। উইকেটকিপার তাহজিবুল ইসলামের ব্যাটে ভর করে জয়ের স্বপ্নই বুনছিল সবাই, তখনই মানকাডের আশ্রয় নেন আফগানরা। দুর্দান্ত ম্যাচের বিতর্কে ভরা পরিণতিতে ১৯ রানের হার মেনে নিতে হয় যুবাদের।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img