১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

দুর্দান্ত সোহান-বাবর, ব্যর্থ সাকিব; রংপুরের সংগ্রহ ১৬২!

- Advertisement -

নিজেদের সবশেষ ম্যাচে চলমান বিপিএলে প্রথম জয়ের দেখা পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। সেই জয়ের পর মোহাম্মদ মিঠুনের দলের যে মনোবল বেড়ে গেছে তা দেখা গেল শনিবার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে। এদিন শুরু থেকেই আগ্রাসী ছিলেন সিলেটের বোলাররা। তারপরও আগে ব্যাট করে রংপুর ৭ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করেছে।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্রান্ডন কিংকে হারায় রংপুর। ক্যারিবীয় তারকার কাছে থেকে রাইডার্স ম্যানেজমেন্টের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ করতে আবারও ব্যর্থ তিনি। ৩ বলে ১ রান করে সামিত প্যাটেলের বলে বোল্ড হয়ে ফিরেছেন কিং।

তবে আরেক ওপেনার বাবর আজম খেলেছেন বাবর সুলভ ইনিংস। চলমান বিপিএলে পাকিস্তানি তারকার ব্যাটিং স্ট্রাইকরেট নিয়ে অনেকেই সমালোচনা করছিলেন অনেকেই। তবে এদিন টি-টোয়েন্টি ঘরানার ব্যাটিং করেছেন বাবর। ৩৭ বলে ১৩০ স্ট্রাইকরেটে ৪৭ রান করেছেন তিনি।

এদিন চার নম্বরে উইকেটে এসেছিলেন সাকিব আল হাসান। প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে ফিরেছেন তিনি। যদিও পরে রিপ্লেতে দেখা গিয়েছিল রিভিউ নিলে বাঁচতে পারতেন সাকিব।

রংপুরের নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহান খেলেছেন দারুণ ইনিংস। উইকেটে আসার পর থেকেই সোহানকে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। রাইডার্স অধিনায়ক সিলেটের বোলারদের বাজে বল পেলেই বাউন্ডারি মেরেছেন। বাবরের মতো ফিফটি মিসের আক্ষেপ নিয়ে ফিরেছেন তিনিও। ৩০ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৬ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন সোহান। আজমতউল্লাহ ওমরজাই করেছেন ১৪ বলে ২২ রান।

সিলেটের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন সামিত প্যাটেল ও হ্যারি টেক্টর।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img