বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে অনেক আগেই ছিটকে গেছে ইংল্যান্ড। টুর্নামেন্টে ভরাডুবির পর জস বাটলারের দলের ভাবনায় এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়া। তার জন্য শেষ দুই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যে নিজেদের অষ্টম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বেন স্টোকসের সেঞ্চুরিতে ৩৩৯ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।
টসে জিতে আক্রমণাত্মক শুরু করেন দাওয়িদ মালান ও জনি বেয়ারস্টো। তবে ইনিংস বড় করতে পারেননি বেয়ারস্টো। আরিয়ান দত্তের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরার আগে করেছেন ১৭ বলে ১৫ রান। অন্যদিকে শুরু থেকেই ডাচ বোলারদের সাবলীলভাবে খেলেছেন মালান। লোগান ফন বিক-বাস ডি লিডদের বাজে বল পেলেই বাউন্ডারি মেরেছেন তিনি। বিশ্বকাপে আরও একটি সেঞ্চুরির দিকেই ছুটছিলেন ইংলিশ ওপেনার। কিন্তু, রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন মালান। এর আগে ৭৪ বলে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন।
গত ম্যাচে দারুণ ব্যাটিং করা স্টোকস এদিন পেয়েছেন সেঞ্চুরির দেখা। চলমান বিশ্বকাপে ইংলিশ অলরাউন্ডারের এটি প্রথম শতক। শুরুতে দেখেশুনে খেললেও সময় যত গড়িয়েছে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন তিনি। ৫৮ বলে ফিফটি পূর্ণ করা স্টোকস সেঞ্চুরি করতে সময় নিয়েছেন মোটে ৭৮ বল। শেষ পর্যন্ত ৮৪ বলে ১০৮ রান করে থামেন তিনি।
স্টোকসকে দারুণ সঙ্গ দিয়েছেন ক্রিস ওকস। বলের সাথে পাল্ল দিয়ে রান করেছেন তিনি। সেই সাথে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি। ডি লিডের বলে আউট হওয়ার আগে করেছেন ৪৫ বলে ৫১ রান।
নেদারল্যান্ডসের হয়ে ১০ ওভারে ৭৪ রান খরচ করে তিন উইকেট নিয়েছেন বাস ডি লিড। দুটি করে উইকেট শিকার করেছেন আরিয়ান দত্ত ও লোগান ফন বিক।