২৭ জুলাই ২০২৪, শনিবার

দুর্দান্ত হোপ, সামনে শুধুই জাভেদ মিয়াঁদাদ

- Advertisement -

শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্ত ছিলেন শাই হোপ, ৩ ম্যাচেই জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুধু রানের হিসেবই না, হোপ দেশের হয়ে ছুঁয়েছেন রেকর্ড, অপেক্ষা বিশ্বরেকর্ড ছোঁয়ার।  পরপর ছয় ফিফটি, ওয়েস্ট ইন্ডিজের হয়ে হোপ ছাড়া এমন কীর্তি আছে আরও দুইজনের, গর্ডন গ্রিনিজ এবং ক্রিস গেইল।

১৯৭৯-৮০ মৌসুমে পরপর ছয় ফিফটির রেকর্ড গড়েছিলেন গ্রিনিজ, গেইল ২০১৮-১৯ সালে। হোপের শেষ পাঁচ ইনিংস- ৮৪, ১১০, ৭২, ৫১, ১১৫। ওয়েস্ট ইন্ডিজের তিনজন ছাড়াও আরও ৬ জন পেয়েছেন টানা ৬ ইনিংসে ফিফটির দেখা। তবে সবাইকে ছাড়িয়ে মিয়াঁদাদ।

পাকিস্তানের কিংবদন্তি টানা ৯ ইনিংসে করেছিলেন ফিফটি। ১৯৮৭ সালে সাত মাসের ব্যবধানে এই রেকর্ড গড়েন মিয়াঁদাদ। পাকিস্তানের মিয়াঁদাদের যেখানে ৯, অন্য কারও সেখানে টানা ৭ ফিফটিই নেই। সুযোগ আছে হোপের সামনে। যতটা কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদকে ছাড়িয়ে যাওয়ার তারচেয়ে হয়তো বেশি নিজের দেশের হয়ে রেকর্ড গড়ার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img