১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

‘দেখে তো মনে হয়, তারা প্রতিদিন আট কেজি করে খাসির গোশত খায়’

- Advertisement -

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জেতার পর টানা তিনটিতে হেরেছে পাকিস্তান। সোমবার আফগানিস্তানের কাছে কোনো পাত্তাই পায়নি বাবর আজমের দল। ব্যাটিং-বোলিংয়ে তো শাহিন শাহ আফ্রিদি-আব্দুল্লাহ শফিকরা ভালো করতে পারেনি উল্টো বাজে ফিল্ডিংয়ে অতিরিক্ত রান দিচ্ছেন প্রতিপক্ষকে। এমন ফিল্ডিং দেখে নিজের রাগ উগড়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরাম। বাবরদের ফিল্ডিং দেখে মনে হয়, তারা প্রতিদিন আট কেজি খাসির গোশত খায় বলে মন্তব্য করেছেন কিংবদন্তি এ পেসার।

পাকিস্তানের স্পোর্টস চ্যানেল ‘এ স্পোর্টস’-এর অনুষ্ঠান ‘দ্য প্যাভিলিয়ন’-এ বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন আকরাম। বাবরের দলের খেলোয়াড়দের ফিটনেস নিয়ে তিনি বলেছেন, “খেলোয়াড়দের ফিল্ডিং ও ফিটনেস দেখুন। আমরা ৩ সপ্তাহ ধরে বলছি, এই খেলোয়াড়েরা গত দুই বছরের মধ্যে কোনো ফিটনেস পরীক্ষার মধ্য দিয়ে যায়নি। এখন আমি নাম ধরে বললে তারা অখুশি হবে। দেখে তো মনে হয়, তারা প্রতিদিন আট কেজি করে খাসির গোশত খায়। তাহলে কি (ফিটনেস) পরীক্ষাটা হওয়া উচিত না?”

পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম

পাকিস্তানের খেলোয়াড়দের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন আকরাম। ফিটনেস ভালো না হলে ফিল্ডিংয়েও ভালো করা যায় না বিষয়টি বাবর-রিজওয়ানদের মনে করিয়ে দিয়েছেন সাবেক এ পেসার।

তিনি বলেন, “পেশাদার দৃষ্টিকোণ থেকে দেশের হয়ে খেলার জন্য তোমরা অর্থ পাচ্ছ। তাই নির্দিষ্ট কিছু মানদণ্ড থাকতেই হবে। মিসবাহ যখন কোচ ছিল, তখন এটা ছিল। খেলোয়াড়েরা তাকে পছন্দ করত না, কিন্তু কাজটা হয়েছে। ফিল্ডিং তো ফিটনেসের ওপর নির্ভর করে আর আমরা এখানেই পিছিয়ে। এখন আমরা সেই আগের জায়গাতেই ফিরে গেছি, যেখান থেকে যদি ও কিন্তুর প্রার্থনা করতে হবে”

বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে দুই জয় ও তিন হারে ৪ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে আছে পাকিস্তান। টুর্নামেন্টের সেমিফাইনালে খেলতে হলে সামনের ম্যাচগুলোতে জিততেই হবে বাবরদের।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img