টসের আগেই চলছিলো আলোচনা, এই উইকেটে উচিত আগে ব্যাট করা। নুরুল হাসান সোহান অবশ্য টসে জিতে ফিল্ডিং নিয়েছেন; লক্ষ্য স্পষ্ট, যত কম রানে থামিয়ে দেয়া যায় খুলনা টাইগার্সকে! কতটুকু পারল রংপুর? প্রথম ইনিংস শেষে এনামুল হক বিজয়ের দলের সংগ্রহ ৬ উইকেটে ১৬০ রান! একটু বেশিই হয়ে গেল কি?
সিলেটে খুলনার হয়ে দেশি ব্যাটাররা রান পাননি, যা রান করেছেন তিন বিদেশিই! ওপেনিংয়ে ব্যাট করতে নামা এভিন লুইসের ব্যাট থেকে এসেছে ৩৭ রান, দলীয় ৬৪ রানে দলের চতুর্থ ব্যাটার হিসেবে প্যাভিলিয়নে ফিরলেও চলমান বিপিএলে প্রথমবার খেলতে নামা দাশুন শানাকা আর মোহাম্মদ নাওয়াজ মিলে দলকে নিয়েছেন দারুণভাবে এগিয়ে; গড়েছেন ৫২ বলে ৭৭ রানের জুটি! শুরুতেই বিজয় (০), জয় (৭) আর আফিফ (৪) আউট হবার ধাক্কটা লুইস সামলেছেন, আর খুলনাকে বড় সংগ্রহ এনে দিয়েছে শানাকা-নাওয়াজ জুটি!
খুলনার হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেছেন মোহাম্মদ নাওয়াজ, দাশুন শানাকার ব্যাট থেকে এসেছে ৪০ রান; মাত্র ৩ বলে ৭ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। রংপুরের হয়ে ২৯ রানে ৩ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ, ২০ রানে মাহেদি হাসানের শিকার ২ ব্যাটার।